Mamata Banerjee: দিনভর ব্যস্ততা, তবু প্রতিদিন এই জিনিসগুলি ভোলেন না মমতা! জানেন কী কী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মুখ্যমন্ত্রীর রোজকার অভ্যাসের মধ্যে প্রথমেই থাকে ঘুম থেকে ওছার পর সকালে ট্রেড মিলে হাঁটা৷
কলকাতা: রাজনীতিক মমতা বন্দ্যোপাধ্যায়কে তো সবাই চেনেন৷ প্রশাসন থেকে দল। হাজারো কাজের চাপ। তবু দিনভর এই ব্যস্ততার মধ্যে আর পাঁচ জন সাধারণ মানুষের মতো মুখ্যমন্ত্রীর জীবনেও প্রতিদিনের কিছু অভ্যাস আছে, যার ব্যতিক্রম ঘটে না৷ মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠরা বলেন, বছরের পর বছর ধরে প্রতিদিন নিয়ম করে এই জিনিসগুলি করবেনই মুখ্যমন্ত্রী। তবে হ্যাঁ, কলকাতার বাইরে গেলে অবশ্য সেই অভ্যাসগুলিতে ছেদ পড়ে৷
মুখ্যমন্ত্রীর রোজকার অভ্যাসের মধ্যে প্রথমেই থাকে ঘুম থেকে ওছার পর সকালে ট্রেড মিলে হাঁটা৷ শুধু কলকাতায় কেন, জেলা সফর বা রাজ্যের বাইরে গেলেও সুযোগ পেলেই ট্রেডমিলে ঘাম ঝরিয়ে নেন তৃণমূলনেত্রী৷
advertisement
advertisement
ট্রেডমিলে হাঁটা ছাড়াও কলকাতায় থাকলে বাড়ি থেকে বেরনোর সময় বাড়ির সামনের ছোট্ট মন্দিরে শিব ঠাকুরকে প্রণাম করাটাও কালীঘাটের বাড়িতে মুখ্যমন্ত্রী যে ঘরে থাকেন, সেই ঘরের বাইরের দেওয়ালেই এই শিব মন্দির। যা বহু পুরনো। দিন অন্তত দু’বার এই মন্দিরের সামনে দাঁড়িয়ে শিবঠাকুরকে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। সকালে বাড়ি থেকে বেরনোর সময়। সন্ধেয় বাড়ি ফেরার সময়। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকলে এই নিয়মে ছেদ পড়ে না।
advertisement
আবার প্রতি বছর বাংলা নববর্ষের আগে নিয়ম করে কালীঘাট মন্দিরে পুজো দিতে যান মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাড়ির কাছের এই কালীঘাট মন্দিরের সঙ্গে মুখ্যমন্ত্রীর বহু স্মৃতি জড়িয়ে রয়েছে৷ তাই এই নিয়মেও অন্যথা হয় না৷ আবার সম্প্রতি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে দেখা করতে গিয়েও পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী৷
এ ছাড়াও প্রতি বছর বাড়ির কালীপুজোয় তো প্রায় একা হাতেই সবকিছু সামলান মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুজোর আয়োজন থেকে অতিথি আপ্যায়ন, সবদিকেই নজর থাকে তাঁর৷ বছর বদলায়, চ্যালেঞ্জ বদলায়। মুখ্যমন্ত্রীর রুটিন বদলায় না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 8:46 AM IST