TRENDING:

Manish Kothari: অনুব্রতর সঙ্গে পাল্লা, বীরভূমে কোটি কোটি টাকার জমি হিসেবরক্ষক মণীশেরও! ইডি-র চোখ কপালে

Last Updated:

সূত্রের খবর, ইডির জেরায় কার্যত ভেঙে পড়েছেন মণীশ কোঠারি। তদন্তকারীদের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মনীশ কোঠারি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: দল তাঁর পাশেই রয়েছে। সূত্রের খবর, ইডি হেফাজতে এমনই দাবি করেছেন অনুব্রত মণ্ডল।  গরু পাচার কাণ্ডে পশ্চিমবঙ্গের শাসক দলের আরও কোনও নেতা জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এ দিকে অনুব্রত মণ্ডলের হিসেব রক্ষক মনীশ কোঠারির ১৫ কোটি টাকার হদিশ পেয়েছে ইডি।
সম্পত্তির নিরিখে অনুব্রতর সঙ্গে পাল্লা হিসাবরক্ষক মণীশের৷
সম্পত্তির নিরিখে অনুব্রতর সঙ্গে পাল্লা হিসাবরক্ষক মণীশের৷
advertisement

২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বোলপুরে ১৫ কোটি টাকার জমি কিনেছিলেন অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক এবং চার্টার্ড একাউন্টেন্ট মনীশ কোঠারি। বীরভূম জেলার বোলপুরের রূপপুর, গোপালনগর, কঙ্কালীতলা,  দ্বারকানাথপুর শুরুল সহ বোলপুরের প্রায় সব মৌজাতে মনীশ কোঠারির জমি রয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১৫  কোটি টাকা। ফলে মনীশ কোঠারির সম্পত্তি দেখে চক্ষু চড়ক গাছ ইডি আধিকারিকদের। মণীশ কোঠারি সম্পত্তি কেনার নথি হাতে এসেছে নিউজ ১৮  বাংলার হাতেও।

advertisement

আরও পড়ুন: দিল্লিতে গ্রেফতার জিতেন্দ্র তিওয়ারি, কম্বল বিতরণ মামলায় ধৃত বিজেপি নেতা

এদিকে, এবার অনুব্রতর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করলেন মণীশ কোঠারি। সূত্রের খবর, এর আগে ইডির জেরায় সব দায় মণীশের উপর চাপিয়েছিলেন অনুব্রত মণ্ডল। অন্তত দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ১৫ মার্চ ইডির আইনজীবী এ কথা জানানোর পরই কান্নায় ভেঙে পড়েন মণীশ কোঠারি। তবে, তার পাল্টা এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সরব হয়েছে তিনি।

advertisement

আরও পড়ুন: ভাইয়ের চাকরি যাওয়ায় রেগে আগুন রাজ্যের মন্ত্রী! যা বললেন, অস্বস্তিতে সরকার

সূত্র মারফৎ জানা গিয়েছে, ইডি অফিসারদের মণীশ কোঠারি জানিয়েছেন, গরু পাচারের কালো টাকাতেই অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডলের নামে ১৬ কোটি টাকার ফিক্সট ডিপোজিট করা হয়। সূ্ত্রের খবর, মণীশ কোঠারি তদন্তকারীদের আরও জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের নির্দেশেই বিভিন্ন জায়গায় টাকা আমানত করেছেন তিনি। মণীশ আরও জানিয়েছেন, কোথায়, কার অ্যাকাউন্টে টাকা রাখা হবে, সেই নির্দেশ দিয়েছেন অনুব্রত মণ্ডলই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তদন্তকারীদের সামনে নিজেকে পেশাদার চ্যাটার্ড অ্যকাউট্যান্ট হিসেবে দাবি করেছেন মনীশ কোঠারি। সূত্রের খবর, ইডির জেরায় কার্যত ভেঙে পড়েছেন মণীশ কোঠারি। তদন্তকারীদের সামনে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন মনীশ কোঠারি। তদন্তে কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলের নামে ১৬ কোটি টাকার ফিক্সট ডিপোজিটের হদিশ পাওয়া যায়।

বাংলা খবর/ খবর/দেশ/
Manish Kothari: অনুব্রতর সঙ্গে পাল্লা, বীরভূমে কোটি কোটি টাকার জমি হিসেবরক্ষক মণীশেরও! ইডি-র চোখ কপালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল