TRENDING:

ভোটব্যাঙ্ক বাঁচাতে ব্যস্ত বিরোধীরা, দেশের কাজে ব্যস্ত আমি: মোদি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুরাট: একদিকে যেখানে কলকাতায় ব্রিগেড গমগম করছে মোদি বিরোধী স্লোগানে ৷ উপস্থিত হয়েছেন দেশের প্রাক্তন ও বর্তমান প্রথম সারির রাজনৈতিক দলের নবীন এবং প্রবীণ প্রতিনিধিরা ৷ কলকাতার ব্রিগেডের মঞ্চ থেকে শ্লোগান উঠেছে, ‘মোদি হঠাও, দেশ বাঁচাও স্লোগান ৷’ কলকাতায় ব্রিগেডে যখন তাঁর বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন রাজ্যের নেতারা, ঠিক সেই সময়ই কলকাতা থেকে সুদুর ২,০১৯ কিমি দূরে সুরাটের লারসেন অ্যান্ড টুবরো-র একটি ইউনিট উদ্বোধনে গিয়ে K9 Vajra 155mm সেল্ফ প্রপেলড ট্যাঙ্কে উঠে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement

তবে, সুরাটে দলীয় কাজে ব্যস্ত থাকলেও কলকাতা ব্রিগেডের খবর নজর এড়ায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৷ সিলভাসাতে একটি জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিরোধী দলগুলিকে আক্রমণ করলেন মোদি ৷ তিনি বলেন, ‘‘বিরোধী দলের নেতা এবং মোদির মধ্যে অনেক পার্থক্য রয়েছে ৷ কারণ রাজনীতির ভোটব্যাঙ্ক বাঁচাতে যখন তৎপর বিরোধী দলগুলি তখন দেশের বিভিন্ন কাজে ব্যস্ত তিনি ৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাল্টা একহাত নিলেন বিরোধীদের ৷ তাঁর দাবি, ‘‘বিরোধীদের মহাজোট আসলে আমার বিরুদ্ধে নয়, সমগ্র দেশবাসীর বিরুদ্ধে ৷ সবাই আসলে জোটবদ্ধ হতে আসেননি ৷ এসেছেন নিজেদের ক্ষমতার অপব্যবহার করতে ৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
ভোটব্যাঙ্ক বাঁচাতে ব্যস্ত বিরোধীরা, দেশের কাজে ব্যস্ত আমি: মোদি