জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি কামরুপের বাসিন্দা৷ তাঁর বয়স ৩৭৷ নাম সাদ্দাম হুসেন৷ গন্ডারের আক্রমণের ভিডিয়োটি ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা গিয়েছে, ওই ব্যক্তি রাস্তায় আপন মনেই মোটরসাইকেল চালাচ্ছিলেন৷ হঠাৎই একটি গন্ডার জঙ্গল থেকে বেরিয়ে এসে বাইকটির পিছনে তাড়া করে৷ হঠাৎ এমন ঘটনায় হকচকিয়ে যান সেই ব্যক্তি৷ তিনি বাইক ফেলেই জঙ্গলে ঢুকে যান৷ দেখা যায় সেখানেও গন্ডারটি তাকে আক্রমণ করছে৷
advertisement
আরও পড়ুন : প্রবল গতিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, ভয়ঙ্কর বাস দুর্ঘটনায় মৃত ৯, আহত একাধিক
স্থানীয় বাসিন্দাদের চোখের সামনে ঘটনাটি ঘটলেও তারা কিছুই করতে পারেননি৷ গন্ডারটিকে ভয় দেখানোর জন্য সবাই চিৎকার শুরু করে৷ লাভ হয়নি তাতে৷ মাথায় গুরুতর চোট নিয়ে মাঠে পাওয়া যায় হোসেনকে। “গন্ডারটি বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বেরিয়ে এসেছে। আমরা ঘটনাটি তদন্ত করছি” এএনআইকে জানিয়েছেন এক বনকর্তা৷ গন্ডারের ওজন ২৮০০ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এবং ঘণ্টায় সেটি ৫৫ কিলোমিটার বেগে চলতে পারে। এমন একটি প্রাণী মানুষের শরীরের উপর দিয়ে চলে গেলে প্রাণে বেঁচে থাকা অসম্ভব৷ আর সেটাই হয়েছে হোসেনের সঙ্গে৷
আরও পড়ুন : ছিনতাই ডাকাতির সাজানো ছক! প্রাক্তন লাভার-এর থেকে মোবাইল পেতে প্রেমিকা যা করল…
আসামের রাজধানী গুয়াহাটির কাছে অবস্থিত পবিটোরা বন্যপ্রাণী অভয়ারণ্য৷ ভারতে এক শিংওয়ালা গন্ডারের সর্বোচ্চ ঘনত্বের জন্য পরিচিত। বিশ্ব গন্ডার দিবসে প্রকাশিত সাম্প্রতিক তথ্যে বলা হয়েছে যে ভারতে এক শিংওয়ালা গন্ডারের সংখ্যা গত চার দশকে প্রায় তিনগুণ বেড়েছে৷ যা প্রায় ১৫০০ থেকে ৪০০০ মধ্যে রয়েছে।
প্রাপ্তবয়স্ক ভারতীয় গন্ডার, যা তিনটি এশিয়ান প্রজাতির মধ্যে বৃহত্তম, প্রায় ৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে বিশ্বের প্রায় ৮০ শতাংশ এক শিংওয়ালা গন্ডার রয়েছে।