TRENDING:

PUBG: মোবাইল গেমে হার, পরিবারের ঠাট্টায় অবসাদ, মোবাইল আসক্তির কারণে ভয়ানক কাণ্ড করল ছেলে

Last Updated:

PUBG: পুলিশ একটি জাতীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, জুন মাসের ১১ তারিখ রাতে তুতো ভাইদের সঙ্গে পাবজি খেলছিল ওই ছেলেটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমরাবতী: মোবাইল গেমে বার বার হার। আর প্রতিবার হারের কারণে পরিবারের বাকি সদস্যরা বারংবার খোটা দিত, কথা শোনাতো। তাতেই গভীর অবসাদে ডুবে গিয়েছিল অন্ধ্রপ্রদেশের মচলিপত্তনমের বাসিন্দা ১৫ বছরের একটি ছেলে। একটি জাতীয় সংবাদমাধ্যমের দাবি, পরিবারের মানুষদের খোটা শুনে মন খারাপ তাঁর এতটাই বেড়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত সেই কারণেই আত্মহত্যা করেছে সে। এমনই এক মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে স্কুলের গরমের ছুটির মধ্যেই। যদিও মৃত্যু কারণ নিয়ে সন্দিহান মা আলাদা করে ভারদীয় দণ্ডবিধির ১৭৪ নম্বর ধারায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কয়েকদিন আগেই লখনউয়ে পাবজি সম্পর্কে একটি পুলিশি অভিযোগ দায়ের করা হয়। সেখানে ১৬ বছরের একটি ছেলে তাঁর মা-কে গুলি করে হত্যা করে অনলাইনে পাবজি খেলতে না দেওয়ার জন্য। ভারতে সেপ্টেম্বর ২০২০ সাল থেকে বন্ধ হয়ে গিয়েছে আসল পাবজি খেলাটি। সেটির মাধ্যমে তথ্য চুরি যেতে পারে, এই কারণেই সেই খেলা বন্ধ করে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই গেমের নানারকম নবনির্মিত খেলা চলছে বাজারে, এগুলি তার মধ্যেই একটি।

advertisement

আরও পড়ুন: ২৬ জুন পর্যন্ত বাড়ছে গরমের ছুটি! নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর

পুলিশ একটি জাতীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, জুন মাসের ১১ তারিখ রাতে তুতো ভাইদের সঙ্গে পাবজি খেলছিল ওই ছেলেটি। বার বার হেরে যাওয়ায় তুতো ভাইরা ক্রমাগত কথা শোনাচ্ছিল ওই ছেলেকে। পরে গোটা বিষয়টি ঝগড়ার আকার নেওয়ায় সবাইকে গেম খেলা থেকে বিরত করেন ছেলের বাবা। তাতে আরও ভেঙে পড়ে ছেলেটি। পুলিশ জানিয়েছে, একটি ঘরে একাই শুতো ওই ছেলেটি। সেখানেই সে আত্মঘাতী হয়।

advertisement

আরও পড়ুন: বড় খবর! রাজ্যের স্কুলগুলিতে বাড়ছে গরমের ছুটি! আরও দু-সপ্তাহ বাড়ছে ছুটির মেয়াদ! কবে খুলবে স্কুল?

সেরা ভিডিও

আরও দেখুন
দেশের সংস্কৃতি-পরম্পরার অবিশ্বাস্য মেলবন্ধন! আইআইটি খড়গপুরে মন ভাল করা দৃশ্য
আরও দেখুন

রবিবার সকালে বাবা যখন ছেলের ঘরের দরজায় টোকা মারেন, ছেলে দরজা খোলেনি। তার পর পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, ফ্যানের থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে ছেলেটি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
PUBG: মোবাইল গেমে হার, পরিবারের ঠাট্টায় অবসাদ, মোবাইল আসক্তির কারণে ভয়ানক কাণ্ড করল ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল