কয়েকদিন আগেই লখনউয়ে পাবজি সম্পর্কে একটি পুলিশি অভিযোগ দায়ের করা হয়। সেখানে ১৬ বছরের একটি ছেলে তাঁর মা-কে গুলি করে হত্যা করে অনলাইনে পাবজি খেলতে না দেওয়ার জন্য। ভারতে সেপ্টেম্বর ২০২০ সাল থেকে বন্ধ হয়ে গিয়েছে আসল পাবজি খেলাটি। সেটির মাধ্যমে তথ্য চুরি যেতে পারে, এই কারণেই সেই খেলা বন্ধ করে কেন্দ্রীয় সরকার। বর্তমানে এই গেমের নানারকম নবনির্মিত খেলা চলছে বাজারে, এগুলি তার মধ্যেই একটি।
advertisement
আরও পড়ুন: ২৬ জুন পর্যন্ত বাড়ছে গরমের ছুটি! নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দফতর
পুলিশ একটি জাতীয় সংবাদমাধ্যমে জানিয়েছে, জুন মাসের ১১ তারিখ রাতে তুতো ভাইদের সঙ্গে পাবজি খেলছিল ওই ছেলেটি। বার বার হেরে যাওয়ায় তুতো ভাইরা ক্রমাগত কথা শোনাচ্ছিল ওই ছেলেকে। পরে গোটা বিষয়টি ঝগড়ার আকার নেওয়ায় সবাইকে গেম খেলা থেকে বিরত করেন ছেলের বাবা। তাতে আরও ভেঙে পড়ে ছেলেটি। পুলিশ জানিয়েছে, একটি ঘরে একাই শুতো ওই ছেলেটি। সেখানেই সে আত্মঘাতী হয়।
রবিবার সকালে বাবা যখন ছেলের ঘরের দরজায় টোকা মারেন, ছেলে দরজা খোলেনি। তার পর পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, ফ্যানের থেকে গলায় দড়ি দিয়ে ঝুলছে ছেলেটি।