শুধু জগন্মোহন নন, যুবজন শ্রমিক রাইথু কংগ্রেস পার্টির ভেল্লামপল্লি শ্রীনিবাস রাও-ও আহত হয়েছেন রোড শোয়ে। তাতে যদিও কাজ থেমে থাকেনি। প্রাথমিক চিকিৎসার পরই ফের পুরো উদ্যমে রোড শো করতে নেমে পড়েন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।
সিং নগরের বিবেকানন্দ স্কুল সেন্টারে বাসে করে জনসংযোগ করার সময় পাথরটি এসে আঘাত করে মুখ্যমন্ত্রীর কপালে। সিএমও থেকে এমনটাই বিবৃতি দেওয়া হয়েছে। ওয়াইএসআরসিপি নেতারা দাবি করেছেন যে, তেলেগু দেশম পার্টির কর্মীরা হামলায় জড়িত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (অতীতে ট্যুইটার নামে পরিচিত)-এ একটি পোস্টে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
advertisement
আরও পড়ুন: দীর্ঘ লাইনে দাঁড়ানো ইতিহাস! UTS অ্যাপেই টিকিট কাটতে পারবেন… জানুন কীভাবে?
আরও পড়ুন: ইজরায়েলে যখন তখন হামলা চালাতে পারে ইরান, ভারতীয়দের সাবধান করে দিল বিদেশমন্ত্রক
জগন্মোহনের উপর হামলার ঘটনা মানতে পারছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স (অতীতে ট্যুইটার নামে পরিচিত)-এ তিনি লেখেন, ‘জগন্মোহনজির উপর হামলার কথা শুনে স্তম্ভিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি।’