TRENDING:

Anant-Radhika Wedding: মায়াবী সাজে সেজেছে অনন্ত-রাধিকার বিয়ের মণ্ডপ, চোখ ধাঁধানো অন্দরসজ্জা, ভাইরাল ভিডিও

Last Updated:

বড় প্রাসাদ। ছাদে জুড়ে উজ্জ্বল নক্ষত্রের আভাস। যেন ঝিকমিক করে জ্বলছে অসংখ্য তারা। সেখান থেকে ঝুলছে ফুল। স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছে। প্রাসাদের একদিকে সাজানো হয়েছে মন্দিরের চূড়োর মতো। সেখানেই বসবে মূল বিবাহের আসর। পাশে বড় মঞ্চ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ে। মায়াবী সাজে সেজে উঠেছে মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার। এর মধ্যেই চোখধাঁধানো বিয়ের মণ্ডপের ভিডিও ফাঁস হয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিও।
Aannt Ambani Radhika Merchant
Aannt Ambani Radhika Merchant
advertisement

কীভাবে সাজানো হয়েছে বিয়ের মণ্ডপ? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, বড় প্রাসাদ। ছাদে জুড়ে উজ্জ্বল নক্ষত্রের আভাস। যেন ঝিকমিক করে জ্বলছে অসংখ্য তারা। সেখান থেকে ঝুলছে ফুল। স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছে। প্রাসাদের একদিকে সাজানো হয়েছে মন্দিরের চূড়োর মতো। সেখানেই বসবে মূল বিবাহের আসর। পাশে বড় মঞ্চ।

প্রাসাদের দেওয়াল অফ হোয়াইট, ব্লাশ পিঙ্ক আর পেস্তা সবুজে মোড়া। বিবাহ অনুষ্ঠানের সাক্ষী থাকা অতিথিদের জন্য শয়ে শয়ে বসার আসন। প্রাসাদের মাঝে বড় বড় স্তম্ভ। তাতে ফুটে উঠেছে জটিল ভাস্কর্য। সব মিলিয়ে এক মনোমুগ্ধকর পরিবেশ।

advertisement

গত সপ্তাহে মুম্বইয়ে আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়ায় মামেরু অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি ও সমাজসেবী নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর বাগদত্তা রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান। আজ শুক্রবার, ১২ জুলাই তাঁদের চার হাত এক হবে।

তিন দিন ধরে চলবে বিবাহ অনুষ্ঠান। ১২ জুলাই অর্থাৎ আজ ‘শুভ বিবাহ’ বা মূল বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে অনন্ত-রাধিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। অনুষ্ঠানের ড্রেস কোড চিরাচরিত ভারতীয় পোশাক। ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’, নবদম্পতিকে আশীর্বাদ করবে আম্বানি ও মার্চেন্ট পরিবার। এই দিন ভারতের আনুষ্ঠানিক পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে। ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বিয়ের রিসেপশন, জমকালো ভারতীয় পোশাক পরার অনুরোধ করা হয়েছে অতিথিদের। সব অনুষ্ঠানই হবে বিকেসি-র জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কামারপুকুর রামকৃষ্ণ মঠে বিরাট কালীপুজো, শ্যামবর্ণা দেবীর দর্শনে ভক্তের ঢল
আরও দেখুন

অনন্ত ও রাধিকা ছোটবেলার বন্ধু। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। তাঁদের একটি ছবি ভাইরাল হয় অনলাইনে। তাতে দু’জন একে অপরের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। সেই ছবিই তাঁদের সম্পর্কের কথা জানান গোটা বিশ্বকে। চলতি বছরের শুরুতে জামনগরে তাঁদের প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশ্বের ব্যবসায়ী, রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি হলিউড ও বলিউড তারকারা উপস্থিত ছিলেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Anant-Radhika Wedding: মায়াবী সাজে সেজেছে অনন্ত-রাধিকার বিয়ের মণ্ডপ, চোখ ধাঁধানো অন্দরসজ্জা, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল