পুত্রবধূর চোখে জল দেখে শ্বশুরও আবেগতাড়িত হয়ে পড়েছেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, আবেগপ্রবণ রাধিকা তাঁর স্বামী অনন্তর পাশে হাঁটছেন। পরিবারের সদস্যদের হাতে চাল ভরা থালা। নববধূ শ্বশুরবাড়ি যাওয়ার আগে সেই চাল নিজের বাড়িতে বর্ষণ করবেন।
আরও পড়ুন: ৩ দিনের জমজমাট অনুষ্ঠান! অনন্ত-রাধিকার শুভ বিবাহ থেকে মঙ্গল উৎসব, কোনদিন কী রয়েছে জানুন
দেশে এবং বিদেশে কয়েক মাসের প্রাক-বিবাহ অনুষ্ঠানের পর শুক্রবার তারকা দম্পতি সাতপাকে বাঁধা পড়েন। উপস্থিত ছিলেন বলিউডের আইকন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান রণবীর কাপুর, ক্রিকেটার সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া সূর্যকুমার যাদবের মতো তারকারা। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসন এবং সৌদি আরামকোর সিইও আমিন এইচ নাসেরও অতিথি তালিকায় ছিলেন।