TRENDING:

Anant Ambani: জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির, পায়ে হেঁটে ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করছেন অনন্ত আম্বানি

Last Updated:

Anant Ambani leads 140 km Padyatra: গুজরাতের জামনগর থেকে দ্বারকার দূরত্ব ১৪০ কিলোমিটারের বেশি। অনন্ত জানিয়েছেন, জামনগরে তাঁদের বাড়ি দ্বারকা পর্যন্ত এই পদযাত্রা গত পাঁচদিন ধরে চলছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জামনগর: গুজরাতের জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির পর্যন্ত ১৪০ কিলোমিটারের দীর্ঘ পথ। আর এই দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করছেন শিল্পপতি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। ভক্তি, অধ্যবসায় এবং আধ্যাত্মিকতার মিশেলে এক অনন্য পদযাত্রায় শামিল হয়েছেন তিনি। মঙ্গলবার গভীর রাতে তাঁদের এই পদযাত্রার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ্যে এসেছে। দেখা গিয়েছে, কড়া নিরাপত্তায় অনুগামীদের সঙ্গে দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন অনন্ত।
অনন্ত আম্বানি
অনন্ত আম্বানি
advertisement

গুজরাতের জামনগর থেকে দ্বারকার দূরত্ব ১৪০ কিলোমিটারের বেশি। অনন্ত জানিয়েছেন, জামনগরে তাঁদের বাড়ি দ্বারকা পর্যন্ত এই পদযাত্রা গত পাঁচদিন ধরে চলছে। বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ঘনিষ্ঠ বন্ধু শিখর পাহাড়িয়াকেও অনন্তর সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে।

অনন্ত বলেন, “আমরা দু-চারদিনের মধ্যে পৌঁছে যাব। মহাপ্রভু দ্বারকাধীশ আমাদের আশীর্বাদ করুন। যুবসমাজকে বলব, মহাপ্রভু দ্বারাকাধীশের প্রতি বিশ্বাস রাখুন, যে কোনও কাজ করার আগে তাঁকে স্মরণ করুন। তাহলেই সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে। ভগবান সঙ্গে থাকলে কোনও চিন্তা নেই।“

advertisement

প্রসঙ্গত, অনন্ত আম্বানি ২০২০-এর মার্চ থেকে জিও প্ল্যাটফর্মস লিমিটেড, ২০২২-এর মে থেকে রিলায়েন্স রিটেল ভেঞ্চারস লিমিটেড এবং ২০২১-এর জুন থেকে রিলায়েন্স নিউ এনার্জি লিমিটেড ও রিলায়েন্স নিউ সোলার এনার্জি লিমিটেডের পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২-এর সেপ্টেম্বর থেকে রিলায়েন্স ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদেও রয়েছেন তিনি।

আরও পড়ুন : বুধবার থেকেই হাওয়া বদল! দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কবে থেকে? জেনে নিন

advertisement

মুকেশ আম্বানি ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত। গত বছর মুম্বইয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকার ‘কর্পোরেট’ ক্যাটাগরিতে ভারতের সর্বোচ্চ প্রাণী কল্যাণ সম্মান ‘প্রাণী মিত্র’ জাতীয় পুরস্কারে সম্মানিত করেছে অনন্তর ‘বনতারা’-কে। ‘বনতারা’ রিলায়েন্স জামনগর রিফাইনারি কমপ্লেক্সে অবস্থিত, পশু পুনর্বাসন ও চিকিৎসা কেন্দ্র।

জামনগরের বাড়ি থেকে পদযাত্রা শুরু করেছেন অনন্ত আম্বানি। পায়ে হেঁটে যাবেন দ্বারকাধীশ মন্দির পর্যন্ত। এদিন কালো পাজামা পাঞ্জাবীতে দেখা গিয়েছে অনন্তকে। সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেন তিনি। অনন্তর কথায়, “জামনগরের বাড়ি থেকে দ্বারকা পর্যন্ত পদযাত্রা করছি আমরা। গত পাঁচদিন ধরে চলছে। দু-চার দিনের মধ্যে পৌঁছে যাব।“

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দ্বারকাধীশের কাছে যুবসমাজের জন্য প্রার্থনা করেন অনন্ত। তরুণ প্রজন্মের উদ্দেশে বলেন, “যে কোনও কাজ করার আগে দ্বারকাধীশকে স্মরণ করুন। তাহলেই সেই কাজ নির্বিঘ্নে সম্পন্ন হবে। ভগবান সঙ্গে থাকলে চিন্তার কিছু নেই।“

বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani: জামনগর থেকে দ্বারকাধীশ মন্দির, পায়ে হেঁটে ১৪০ কিলোমিটার পথ অতিক্রম করছেন অনন্ত আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল