প্রতিটি অনুষ্ঠানেই সাজগোজের দিক থেকে নজর কেড়েছেন হবু কনে রাধিকা মার্চেন্ট। বলাই বাহুল্য, তাঁর ফ্যাশন সেন্স অসাধারণ। ডান্ডিয়া নাইটেও এর ব্যতিক্রম হয়নি! একটি রাজকীয় বেগুনি লেহেঙ্গায় অপূর্ব দেখাচ্ছিল অনন্তের হবু স্ত্রী-কে। রাধিকার বেগুনি লেহেঙ্গা জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে সুতোর সূক্ষ্ম কাজ। সব মিলিয়ে তাঁর পোশাকে উপচে পড়েছিল সৌন্দর্য এবং ঐতিহ্য। ফলে আলাদা ভাবেই সকলের নজর কেড়ে নিয়েছেন আম্বানি পরিবারের হবু পুত্রবধূ।
advertisement
এই পোশাকের সঙ্গে সাযুজ্য রেখে চুলে একটি পরিপাটি ছোট্ট খোঁপা বেঁধেছিলেন রাধিকা। সঙ্গে খোঁপায় জড়িয়ে নিয়েছিলেন সাদা গজরা। এখানেই শেষ নয়, পার্পল রঙা লেহঙ্গার সঙ্গে রাধিকা বেছে নিয়েছিলেন একটি ভারি কাজের হিরের চোকার। যা ছিমছাম হলেও নজর কাড়ার জন্য যথেষ্ট! সঙ্গে কানে ছিল মানানসই হিরের দুল।
মেক-আপের বিষয়েও আলাদা করে বলার অপেক্ষা রাখে না! কারণ রাধিকা বরাবরই স্বল্প-ছিমছাম অথচ নিখুঁত মেক-আপ পছন্দ করেন। এবারেও তার অন্যথা হয়নি। কাজল কালো চোখের সঙ্গে ন্যুড লিপশেড,ছোট্ট কালো টিপ…ডান্ডিয়া নাইটে এক ঐশ্বরিক রূপে ধরা দিয়েছেন রাধিকা!
ওই অনুষ্ঠানের যেসব ছবি এবং ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে, তা থেকে জানা যাচ্ছে যে, গরবা নাইটের জন্য অনুষ্ঠানস্থলকেও দারুণ ভাবে সাজানো হয়েছিল। আর তা সাজানোর জন্য ব্যবহার করা হয়েছে হিন্দু দেবদেবীর মূর্তি। সঙ্গে ছিল বিপুল পরিমাণে রঙবেরঙের ফুলের সাজ এবং চোখধাঁধানো উজ্জ্বল ঝাড়বাতিও।