ট্যুইটারে রাস্তার ধারের দোকানে এক ধোসা বিক্রেতার ভিডিও শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। ক্যাপশনে তাঁর কাজের বর্ণনা দিতে গিয়ে আনন্দ লিখেছেন, 'এই ভদ্রলোক রোবটকেও হার মানিয়েছেন... আমি ওঁকে দেখে ক্লান্ত, এবং খিদেও পেয়েছে ভীষণ'। ২৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে গরম কড়াইয়ের উপর একের পর এক ধোসা তৈরি করে ঝড়ের গতিতে সেগুলি পরিবেশন করার ক্ষমতা দেখিয়েছেন এই বিক্রেতা। যা মুগ্ধ করেছে আনন্দ মাহিন্দ্রাকেও।
advertisement
মাঝে মাঝেই দেশকে অনুপ্রেরণা দেয় এমন নানা প্রান্তের মানুষের কথা ট্যুইটারে শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা। এবার তেমনই এক 'ধোসাম্যানের' অসামান্য দক্ষতার ভিডিও শেয়ার করেছেন তিনি। আর সেই ভিডিও স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুহূর্তের মধ্যে ২.৪ মিলিয়ন ভিউজ পেয়েছে ভিডিওটি। অনেকেই বলছেন, এভাবে এমন সুস্বাদু ধোসা বানানো দেখে যেন খিদে পেয়ে যাচ্ছে।
মাইসোরের বিখ্যাত মুত্তু ধোসা কর্নারের মালিক এই ব্যক্তি। অসাধারণ গতির জন্যই এলাকায় দারুণ নামডাক রয়েছে এই বিক্রেতার। খদ্দেররা শুধু ধোসা খেতেই না, ধোসা তৈরি দেখতেও পৌঁছে যান এই দোকানে। আপনিও একবার চেখে দেখবেন নাকি?