TRENDING:

Viral Video: রোবটের গতিকেও হার মানাবেন এই 'ধোসাম্যান', আনন্দ মাহিন্দ্রার ভিডিও ভাইরাল! দেখুন

Last Updated:

এককথায় মুহূর্তে ভাইরাল (Viral Video) হয়েছেন 'ধোসাম্যান'।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিদ্যুতের গতিতে তৈরি হচ্ছে মশালা ধোসা। খুন্তি দিয়ে পটাপট কেটে সেটি কায়দায় বসিয়ে দিচ্ছেন প্লেটে। আর সেটি একপ্রকার উড়ে গিয়ে পড়ছে ক্রেতার হাতে। এমনই অদ্ভূত ভিডিও শেয়ার করেছেন মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই নজর কেড়েছে নেটিজেনের। এককথায় মুহূর্তে ভাইরাল (Viral Video) হয়েছেন 'ধোসাম্যান'।
আনন্দ মাহিন্দ্রার ভিডিও ভাইরাল! দেখুন
আনন্দ মাহিন্দ্রার ভিডিও ভাইরাল! দেখুন
advertisement

ট্যুইটারে রাস্তার ধারের দোকানে এক ধোসা বিক্রেতার ভিডিও শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। ক্যাপশনে তাঁর কাজের বর্ণনা দিতে গিয়ে আনন্দ লিখেছেন, 'এই ভদ্রলোক রোবটকেও হার মানিয়েছেন... আমি ওঁকে দেখে ক্লান্ত, এবং খিদেও পেয়েছে ভীষণ'। ২৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে গরম কড়াইয়ের উপর একের পর এক ধোসা তৈরি করে ঝড়ের গতিতে সেগুলি পরিবেশন করার ক্ষমতা দেখিয়েছেন এই বিক্রেতা। যা মুগ্ধ করেছে আনন্দ মাহিন্দ্রাকেও।

advertisement

মাঝে মাঝেই দেশকে অনুপ্রেরণা দেয় এমন নানা প্রান্তের মানুষের কথা ট্যুইটারে শেয়ার করেন আনন্দ মাহিন্দ্রা। এবার তেমনই এক 'ধোসাম্যানের' অসামান্য দক্ষতার ভিডিও শেয়ার করেছেন তিনি। আর সেই ভিডিও স্বাভাবিক ভাবেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মুহূর্তের মধ্যে ২.৪ মিলিয়ন ভিউজ পেয়েছে ভিডিওটি। অনেকেই বলছেন, এভাবে এমন সুস্বাদু ধোসা বানানো দেখে যেন খিদে পেয়ে যাচ্ছে।

advertisement

advertisement

advertisement

মাইসোরের বিখ্যাত মুত্তু ধোসা কর্নারের মালিক এই ব্যক্তি। অসাধারণ গতির জন্যই এলাকায় দারুণ নামডাক রয়েছে এই বিক্রেতার। খদ্দেররা শুধু ধোসা খেতেই না, ধোসা তৈরি দেখতেও পৌঁছে যান এই দোকানে। আপনিও একবার চেখে দেখবেন নাকি?

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: রোবটের গতিকেও হার মানাবেন এই 'ধোসাম্যান', আনন্দ মাহিন্দ্রার ভিডিও ভাইরাল! দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল