এমনই এক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে এক বয়স্কা ভদ্রমহিলা ৷ নবরাত্রি উপলক্ষে প্রবল নাচতে শুরু করেছেন এক বৃদ্ধা ৷ উৎসবের মরশুমে জোরদার ধামাকা দেখতে পেয়েছেন আশে পাশের সবাই ৷ সমস্ত রকমের জীবনের আনন্দ যখন জীবনকে ভরে তোলে খুশিতে খুশির জোয়ারে ৷
গর্বায় মেতেছেন তিনি ৷ তাঁর এই উৎসাহ ও উদ্দীপনার কাছে রীতিমত ভাবে মজেছেন সবাই ৷ জীবনের নানান আনন্দ, ভাললাগা, মন্দলাগা বা ভালবাসা এক হয়ে ওঠে ৷ জীবনের বিভিন্ন প্রান্তের খুশিতে মেতে ওঠাই জীবন ৷
advertisement
Location :
First Published :
October 04, 2019 11:11 AM IST