নৈনিতালের পুলিশ সুপারিনটেনডেন্ট এসকে মীনা জানিয়েছেন, অনিতার স্বামী রবিন্দর পাল সিং পঞ্জাবের ফিরোজপুরের বাসিন্দা ৷ রবিন্দরের বন্ধু কুলদীপ দিল্লির বাসন্দা ৷ এই বন্ধুর সঙ্গেই যোগসাজগ করে অনিতাকে খুন করেছে রবিন্দর ৷ রবিন্দরের সন্দেহ ছিল বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে তার স্ত্রীর ৷ এ নিয়ে প্রায়শই তাদের মধ্যে ঝামেলা হত ৷
শুক্রবার রবিন্দর স্ত্রীকে জানান, বলিউডে কুলদীপের ভাল যোগাযোগ আছে ৷ মুম্বইয়ে কাজের খোঁজ দিতে পারবে সে ৷ এই কুলদীপ ৷ অনিতাকে কাজের লোভ দেখিয়ে কালাধুঙ্গি এলাকায় নিয়ে আসে রবিন্দর ৷ সেখান একটি পানশালায় নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ এরপরেই পানীয়ের সঙ্গে ঘুমিয়ে ওষুধ মিশিয়ে দেন রবিন্দর ও কুলদীপ ৷ অনিতা নিস্তেজ হয়ে পড়লে তাঁকে জ্যন্ত পুড়িয়ে দেয় দুই বন্ধু ৷
advertisement
এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের গ্রেফতার করে পুলিশ ৷ অনিতার দেহের প্রায় পুরোটাই পুড়ে খাক হয়ে গিয়েছে ৷ সেই দেহ দেখে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার মীনা ৷ জিজ্ঞাসাবাদের সময় দুই অভিযুক্তই তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে ৷