TRENDING:

#AmritsarTrainAccident: অমৃতসর দুর্ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পঞ্জাব: অমৃতসর ট্রেন দুর্ঘটনায় উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য ৷ দুর্ঘটনার কিছুক্ষণ আগেই আরও দু’টি ট্রেন ওই লাইন দিয়েই যায় ৷ কিন্তু দশেরার উৎসবের জন্য কয়েক হাজার লোকের জমায়েত হওয়ায় ধীরগতিতে যায় ট্রেন দু’টি ৷ যার জেরে কোনও দুর্ঘটনা ঘটেনি ৷ কিন্তু ডিএমইউ ট্রেনটির গতিবেগ এতটাই বেশি ছিল যে, কয়েক সেকেন্ডের মধ্যে প্রায় ১০০ জন দর্শনার্থীকে পিষে দিয়ে যায় ট্রেনটি ৷ এখনও পর্যন্ত ৬০ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷
advertisement

এই দুর্ঘটনাতেই প্রকাশ্যে এল নয়া তথ্য ৷ রেলট্যাকে প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছে, সেটি আঁচ করতে পারেন মোটরম্যান ৷ তারপরই ট্রেনের গতি কমিয়ে দেন ট্রেন চালক ৷ ট্রেনের গতি কমিয়ে করা হয় ৬৮ কিমি/ঘণ্টা ৷ কিন্তু এমার্জেন্সি ব্রেক কষলে লাইনচ্যুত হতে পারত ট্রেন ৷ সেই কারণে অনবরত হর্ন দিতে থাকেন ট্রেন চালক ৷ কিন্তু বাজির আওয়াজের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ট্রেনের হর্ন কানেই আসেনি রেললাইনে থাকা দর্শনার্থীদের ৷ এরপরই ট্রেনের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ৬০ জনের ৷ তবে, ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতেই বলেনি প্রশাসন ৷ এমনকি, রাবণ দহনের অনুষ্ঠান সম্পর্কেও অবগত ছিল না নর্দান রেলওয়ে ৷ রেলমন্ত্রককে এমনটাই জানাল নর্দান রেলওয়ে ৷ পাশাপাশি নর্দান রেলওয়ের তরফ থেকে জানা গিয়েছে, অমৃতসর এবং মানাওয়ালা স্টেশনের মাঝে ঘটেছে দুর্ঘটনাটি ৷ কিন্তু রেলট্র্যাকের যেখানে দুর্ঘটনাটি ঘটেছে ৷ সেখানে কোনও রেলের লেভেল ক্রসিং ছিল না ৷ যার জেরে সেখানে কোনও রেলকর্মীও ছিল না বলে জানান নর্দান রেলওয়ের উচ্চপদস্থ অফিসাররা ৷

advertisement

এর পাশাপাশি উঠে আসে আরও বেশ কিছু তথ্য ৷ ডিএমইউ ট্রেনের টপ লাইট জ্বলেনি ৷ ভিডিও ফুটেজেই স্পষ্ট সেই ছবি ৷ টপ লাইট না জ্বললে দৃশ্যমানতার সমস্যা ৷ দুর্ঘটনার সময় টপ লাইট কি খারাপ ছিল ? মোটরম্যান কি টপ লাইট জ্বালাতে ভুলে যান ?  মোটরম্যান কি ট্র্যাক দেখতে পাননি ? সেই কারণেই কি দুর্ঘটনা ? অমৃতসরের দুর্ঘটনা থেকে এমনই একাধিক প্রশ্ন উঠে আসছে ৷

advertisement

আরও পড়ুন: অমৃতসরের জোড়া ফটকের কাছে ট্রেন দুর্ঘটনার দায় কার?

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

গত ২০ বছর ধরে জোড়া ফটকের কাছে একটি জমিতে দশেরার উৎসব হয়ে থাকে ৷ শুক্রবারও পরিবার পরিজন নিয়ে রাবণ দহন দেখতে এসেছিলেন স্থানীয় বাসিন্দারা ৷ কিন্তু রাবণে আগুন লাগাতেই ঘটে বিপত্তি ৷ রাবণের ভিতরে থাকা বাজি ফাটতে শুরু করে ৷ আগুনের ফুলকি এদিক ওদিকে পড়তে শুরু করে ৷ প্রাণভয়ে রেলট্র্যাকে চলে আসেন একাধিক মানুষ ৷ সেই সময়ই দ্রুত গতিতে আপ এবং ডাউন লাইনে চলে আসে ডিএমইউ এবং অমৃতসর-হাওড়া মেল ৷ এরপরই ঘটে বিপত্তি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
#AmritsarTrainAccident: অমৃতসর দুর্ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য