নর্দান রেলওয়ের মুখপাত্র দীপক কুমার বলেন, রবিবার দুপুর ২.১৬ নাগাদ প্রথম একটি মালবাহী ট্রেন চালানো হয় ৷ মানাওয়ালা থেকে অমৃতসর পর্যন্ত যায় ট্রেনটি ৷ পরিস্থিতি এখন একেবারেই স্বাভাবিক হয়ে গিয়েছে ৷
পাঁচ সেকেন্ডের বিভীষিকা। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে নিহত অন্তত ৬১ জন। আহত বহু। অমৃতসরের এই ভয়াবহ দুর্ঘটনার দায় কার? ভিডিও ফুটেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর তথ্য। স্পষ্ট দেখা যাচ্ছে, গতিতে ছুটলেও, ডেমু ট্রেনটির টপলাইট জ্বলছিল না। তার জেরেই কী এই দুর্ঘটনা? ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য। চার সপ্তাহে রিপোর্ট দেবে ওই কমিটি।
advertisement
আরও পড়ুন: অমৃতসর রেল দুর্ঘটনার তদন্ত নিয়ে কী জানাল রেলমন্ত্রক ?
দশেরার দিন এই ভয়ঙ্কর দুর্ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷ রেল অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তোলে তারা ৷ এমনকী, পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করেন বিক্ষোভকারীরা ৷ যার জেরে ওই লাইনে ১৭টি ট্রেনকে বাতিল করা হয় ৷ ৭টি ট্রেনকে অন্য লাইনে ঘুরিয়ে দেওয়া হয় ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী ৷ নামানো হয় কমান্ডোও ৷