আরও পড়ুন-রেললাইনে বসে গল্প, ট্রেনে কাটা পড়ল দুই যুবক !
অমৃতসরের দুর্ঘটনা ৬০ জনের প্রাণ কেড়েছে। গাফিলতি কার তা নিয়ে এখন চলছে জোর বিতর্ক। এর মাঝেই এই ঘটনার কথা সামনে এসেছে ৷ যে মহিলা শিশুটিকে লুফে নেন, তাঁর নাম মীনা দেবী ৷ বয়স ৫৫ বছর ৷ তিনি নেপালের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ রাবণ দহনের সময় মীনা দেবী রেল ট্র্যাকের কাছেই ছিলেন। হঠাৎ ট্রেনের হেডলাইট চোখে পড়তেই তিনি সরে আসেন ৷ ট্র্যাকের মধ্যে কোলে শিশুকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন এক ভদ্রলোককে ৷ ট্রেন এত সামনে চলে এসেছে দেখে আতঙ্কে কিছু করেই উঠতে পারছিলেন না ওই ব্যক্তি ৷ কিন্তু মীনা দেবীকে লক্ষ্য করে কোলে থাকা শিশুকে ছুঁড়ে ফেলেন তিনি ৷ ট্রেন তাকে পিষে দিয়ে চলে গেলেও শিশুটিকে লুফে নেন মীনা দেবী ৷ মীনা দেবী বলছেন, " চোখের সামনে দেখলাম বাচ্চাটা উড়ে আসছে। আমিও ঝাঁপ দিলাম। ভাবলাম ওকে বাঁচাতেই হবে। ও আমার কাছেই থেকে যাক, সেটা চাই আমি।"
advertisement