ফুড ব্লগার গৌরব ওয়াসন ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেখানে দেখা যাচ্ছে পথের ধারে এক অস্থায়ী দোকানে বসে ফলের রস তৈরি করছেন ওই বৃদ্ধা ৷ অত্যন্ত দ্রুত নিপুণ হাতে মুসম্বি ছাড়িয়ে, পেষাই যন্ত্রে রস বার করে তার পর তা কাচের গ্লাসে ঢেলে পরিবেশন করছেন ৷ পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় ৩০ সেকেন্ডের ওই ভিডিয়ো ৷
advertisement
জানা যাচ্ছে, বৃদ্ধার স্টলটি অমৃতসরে রানি দা বাঁধ এলাকায় ৷ তাঁকে দেখে নেটিজেনদের মন দ্রব হতে সময় লাগেনি ৷ ইনস্টাগ্রামের পর ট্যুইটারেও ছড়িয়ে পড়ে বৃদ্ধার ভিডিয়ো ৷ সরকারের কাছে নেটিজেনরা আবেদন করেছেন, বৃদ্ধার জন্য কিছু করতে ৷ অনেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও চেয়েছেন ৷ তাঁকে অর্থসাহায্য পাঠাবেন বলে ৷
কেউ কেউ লিখেছেন, বৃদ্ধার কাছ থেকে বেশি করে মুসম্বির রস কিনে খাওয়ার জন্য ৷ বৃদ্ধার কর্মোদ্যোগকে কুর্নিশ জানিয়ে অনেকেই বলেছেন তাঁর কাছ থেকে কিছু শেখার জন্য ৷ কোনও নেটিজেনের ইচ্ছে, পরের বার অমৃতসরে গেলে বৃদ্ধার ফলের রসের দোকানে তিনি যাবেনই ৷
গত বছর এভাবেই ভাইরাল হয়ে পড়েছিল দিল্লির মালব্যনগরের বৃদ্ধ দম্পতির খাবারের দোকান ৷ ‘বাবা কা ধাবা’ নামের ওই দোকান এবং দোকানের মালিক দম্পতির নাম ছড়িয়ে পড়ে ভার্চুয়াল দুনিয়ায় ৷ বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের জন্য আসতে থাকে সাহায্যের স্রোত ৷ শেষে একটি রেস্তরাঁ শুরু করেন ওই দম্পতি ৷ কিন্তু সম্প্রতি জানা গিয়েছে, লকডাউনে রেস্তরাঁ চালাতে গিয়ে নাজেহাল হয়ে গিয়েছেন তাঁরা ৷ প্রচুর আর্থিক লোকসানের পর আবার ফিরে এসেছেন তাঁদের পুরনো ধাবাতেই ৷