TRENDING:

Amrit Bharat Station: অমৃত ভারতের ছোঁয়ায় স্টেশনগুলিতে বাথরুমের ব্যবস্থাও বদলে যাবে, জাগীরোডেও নতুন কী ঘটছে জানুন

Last Updated:

Amrit Bharat Station: বিভিন্ন স্টেশন পরিকাঠামো উন্নয়ন কাজ চলছে দ্রুত গতিতে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ৯১টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিম (এবিএসএস)-এর অধীনে বিশ্বমানের সুযোগ-সুবিধাযুক্ত করে পুনর্বিকশিত করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লামডিং: উত্তর পূর্বাঞ্চল ও অসমে রেলওয়ে সুবিধাগুলি আরও বৃদ্ধি করার লক্ষ্যে ২০২৪-২৫-এর অন্তর্বর্তী বাজেটে রেলওয়ে পরিকাঠামোর প্রকল্পগুলির জন্য ১০,৩৬৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে ৯১টি স্টেশনকে অমৃত ভারত স্টেশন স্কিম (এবিএসএস)-এর অধীনে বিশ্বমানের সুযোগ-সুবিধাযুক্ত করে পুনর্বিকশিত করা হবে। নির্বাচিত স্টেশনগুলির মধ্যে অসমের জাগীরোড রেলওয়ে স্টেশন অমৃত ভারত স্টেশন স্কিমের অধীনে ৩১.১৮ কোটি টাকা ব্যয়ে এক উল্লেখযোগ্য নতুন রূপ লাভ করবে। এই স্টেশনটির পুনর্বিকাশের ফলে নিকটবর্তী অঞ্চলগুলির রেল ব্যবহারকারীরা অত্যাধুনিক সুবিধা লাভ করবেন।
অমৃত ভারতের ছোঁয়ায় স্টেশনগুলিতে বাথরুমের ব্যবস্থা পাল্টে যাবে, জাগীরোডেও বড় বদল
অমৃত ভারতের ছোঁয়ায় স্টেশনগুলিতে বাথরুমের ব্যবস্থা পাল্টে যাবে, জাগীরোডেও বড় বদল
advertisement

আরও পড়ুন: কেবল পাকা পেঁপে নয়, গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য ‘এই’ খাবারগুলিও ভীষণ ‘ক্ষতিকারক’! বলছেন চিকিৎসক

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অধীনে মরিগাঁও জেলায় অবস্থিত জাগীরোড রেলওয়ে স্টেশন হল অসমের একটি গুরুত্বপূর্ণ স্টেশন যা জাগীরোড টাউনের জনসাধারণকে পরিষেবা প্রদান করে। প্রস্তাবিত পুনর্বিকাশের অধীনে, এসি এবং সেকেন্ড ক্লাস ওয়েটিং হল-সহ যাত্রীদের সুবিধার্থে সর্বশেষ সুযোগ-সুবিধার পাশাপাশি বিদ্যমান স্টেশন ভবনটি উন্নত সম্মুখ অংশ সহ সম্প্রসারণ করা হবে। যাত্রীদের নামা-ওঠা করার জন্য বারান্দার উন্নয়ন, দিব্যাঙ্গদের জন্য অনুকূল রেম্প সার্কুলেটিং এরিয়াতে গার্ডেন/পার্ক এবং ক্যাফেটেরিয়ার সুবিধা ও ওয়াটার ফাউন্ডেশনর সাথে মডার্ন সাইনেজ-এর মতো অন্যান্য আধুনিক সুবিধা-সহ শৌচালয়ের সুবিধাও প্রদান করা হবে। নতুন টয়লেট ব্লকটি পুরুষ ও মহিলা যাত্রীদের জন্য পৃথকভাবে নির্মাণ করা হবে। সার্কুলেটিং এরিয়ার সৌন্দর্যায়ন-সহ সকল প্রকারের যানবাহনের জন্য উন্নতমানের পার্কিং সুবিধার পরিকল্পনাও করা হয়েছে। যাত্রীদের সহজ চলাচলের জন্য প্রত্যেকটি প্ল্যাটফর্মে শেল্টার প্রদান করা হবে এবং মার্বেল পাথর, টাইল্স ইত্যাদি দিয়ে নতুনভাবে সারফেস নির্মাণ করা হবে। আগমন ও প্রস্থানের পথ পুনঃউন্নয়ন করা হবে, যার ফলে যাত্রীরা উন্নতমানের পথ দিয়ে যাওয়া-আসা করতে পারবেন।​

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উপরোক্ত সকল কাজের জন্য ইতিমধ্যেই টেন্ডার প্রদান করা হয়েছে। নতুন স্টেশন ভবনের ফাউন্ডেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অন্যান্য যাত্রী সুবিধার জন্য কাজ যেমন সহায়তা বুথ/কিয়স্ক, পার্কিং এলাকায় ফুড কোর্ট, ল্যান্ডস্কেপ আলোর ব্যবস্থা, দিব্যাঙ্গজনের জন্য সহজলভ্য ওয়াটার বুথের ব্যবস্থা ইত্যাদির জন্যও কাজ চলছে।এই স্টেশনটির উন্নয়নের ফলে নতুন কর্মসংস্থানের পাশাপাশি ব্যবসায়িক সুযোগ-সুবিধার সৃষ্টি হবে এবং শহর ও পার্শ্ববর্তী অঞ্চলগুলির যাত্রীদের ভ্রমণ সহজ করে তুলবে। পুনর্বিকশিত স্টেশনটি উক্ত এলাকার আর্থ-সামাজিক কার্যকলাপের কেন্দ্র হিসেবে কাজ করবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amrit Bharat Station: অমৃত ভারতের ছোঁয়ায় স্টেশনগুলিতে বাথরুমের ব্যবস্থাও বদলে যাবে, জাগীরোডেও নতুন কী ঘটছে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল