TRENDING:

আজকের উপনির্বাচনের পরে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারাল শাসকদল বিজেপি

Last Updated:

সারা দেশের চোখ আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকেই ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফলাফল সামনে আস্তে থাকে ৷ পলে স্পশ্ট হতে তাকে চিত্রও ৷ আজে যে চারটি লোকসভা আসনের ফলাফল সামনে এসেছে সেগুলি হল উত্তরপ্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের পালঘর, ভান্ডারা-গোন্ডিয়া ও নাগাল্যান্ড লোকসভা কেন্দ্রে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সারা দেশের চোখ আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা উপনির্বাচনের ফলাফলের দিকেই ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ফলাফল সামনে আস্তে থাকে ৷ ফলে স্পশ্ট হতে থাকে চিত্রও ৷ আজ যে চারটি লোকসভা আসনের ফলাফল সামনে এসেছে সেগুলি হল উত্তরপ্রদেশের কৈরানা, মহারাষ্ট্রের পালঘর, ভান্ডারা-গোন্ডিয়া ও নাগাল্যান্ড লোকসভা কেন্দ্রে ৷
advertisement

আরও পড়ুন : নিরাপত্তার কারণে এখনই খুলছে না বিশ্ববাংলা গেট ও রেস্তোরাঁ, সিদ্ধান্ত প্রশাসনের

আজকের উপনির্বাচনের যে চারটি লোকসভার আসনে নির্বাচনের ফলাফল সামনে এসেছে তার মধ্যে তিনটি আসনই বিজেপির দখলে ছিল ৷ ফলাফল সামনে আসতেই দেখা গিয়েছে তিনটি আসনের মধ্যে মহারাষ্ট্রের পালঘর লোকসবা কেন্দ্রই শুধুমাত্র নিজেদের হাতে রাখতে সক্ষম হয়েছে বিজেপি ৷ উত্তরপ্রদেশের কৈরানা ও মহারাষ্ট্রের ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা নিজেদের হাতছাড়া করেছে ৷

advertisement

২০১৪ লোকসভা নির্বাচনের পরে বিজেপির মোট আসন সংখ্যা ২৮২ ছিল পরে বিভিন্ন উপনির্বাচনে সেই সংখ্যা কমে দাঁড়ায় ২৭৩ ৷ লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ২৭২ আসন পেতে হয় ৷ আজকের ফলাফলের আগে লোকসভায় বিজেপির মোট আসন সংখ্যা ছিল ২৭৩ ৷ দুটি লোকসভা আসনে পরাজয়ের ফলে এখন বিজেপির মোট আসন সংখ্যা ২৭১ ৷ ফলে একথা বলাই বাহুল্য আজকের উপনির্বাচনের পরে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারাল শাসকদল বিজেপি  ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বীরভূমের জাগ্রত লোবা মায়ের ঐতিহ্যবাহী রীতিনীতি! পুজোর সঙ্গে জড়িয়ে ৩০০ বছরের প্রাচীন ইতিহাস
আরও দেখুন

আরও পড়ুন : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার শীঘ্রই পদক্ষেপ করবে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলা খবর/ খবর/দেশ/
আজকের উপনির্বাচনের পরে লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা হারাল শাসকদল বিজেপি