TRENDING:

#AmitShahToNews18: ‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাংলা দখল করবে বিজেপি’, আশাবাদী অমিত শাহ

Last Updated:

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দারুণ ফল করবে বিজেপি ৷ News18 Network-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল যোশীকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দারুণ ফল করবে বিজেপি ৷ News18 Network-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল যোশীকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ৷
advertisement

২০২১ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ৷ বাংলায় বিজেপির আধিক্য বাড়াতে বিধানসভা নির্বাচনকেই পাখির চোখ করেছে বিজেপি তথা মোদি শিবির ৷ আর সেই কারণেই বাংলায় বিজেপির ফলাফল যথেষ্ট গুরুত্ব দেশিয় রাজনীতিতে ৷

এই প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ জানান, ‘২০২১-এ বাংলায় বিজেপির সরকার ৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি ৷ বাংলায় বিজেপির ১৮ লোকসভা আসন ৷ ২০২১-এ প্রধান মুখ কে পরে ঠিক হবে ৷ অমিত শাহ আরও বলেন,  ‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাংলা দখল করবে বিজেপি ৷’

advertisement

মহারাষ্ট্রে বিজেপি কেমন ফল করবে তা নিয়ে আলোচনায় এদিন অমিত শাহ জানান, বিজেপি-শিবসেনা জোট এবার নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে সফল হবে ৷ মোট কত আসন বিজেপি পেতে পারে এই নির্বাচনে ৷ এই প্রশ্নের উত্তরে অবশ্য অমিত শাহ জানান, কোনও সংখ্যা বলাটা হয়তো এখনই ঠিক হবে না ৷ কিন্তু এবারের মহারাষ্ট্র নির্বাচনে যে গতবারের চেয়েও ভাল ফল করবে বিজেপি, সে বিষয় কোনও সন্দেহ নেই ৷ ২০১৪ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি এবং শিবসেনা আলাদাভাবে লড়েছিল ৷ ১২২টা আসনে জিততে সফল বিজেপি ৷ এরপর শিবসেনার সঙ্গে জোটে গিয়ে সরকার গড়ে দল ৷

advertisement

বিজেপি এবছর মহারাষ্ট্রে ১৬৪টি আসনে প্রার্থী দিয়েছে ৷ তাহলে সরকার কি একাই গড়তে সফল হবে বিজেপি ? এই প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন, ‘‘ হ্যাঁ কেন নয় ৷ এটা কোনও অসম্ভব কাজ নয় ৷ ’’ অমিতের আরও দাবি, ‘‘ মহারাষ্ট্রের মানুষ বিজেপি পাশেই রয়েছে ৷ গত পাঁচ বছরে বিজেপি-শিবসেনা জোট মিলে এ রাজ্যে অনেক উন্নয়নমূলক কাজই করেছে ৷ মহারাষ্ট্রে বিজেপি-র যাত্রা এখনও পর্যন্ত খুবই ভাল হয়েছে ৷ ২০১৪-তে আমরা একাই লড়ে সবচেয়ে বেশি আসন জিততে সফল হয়েছিলাম ৷ তারপর শিবসেনার সঙ্গে মিলে সরকার গড়েছিলাম ৷ ১৫ বছরের ইউপিএ সরকারের পতন ঘটেছিল ৷ এক সময় এই রাজ্য কৃষি, কো-অপারেটিভ, শিল্প সবক্ষেত্রেই ছিল এক নম্বর ৷ তারপর ক্রমেই অবনতি ঘটতে থাকে ৷ কিন্তু গত পাঁচ বছরে আমরা সরকারে আসার পরেই দারুণ উন্নতি ঘটেছে সবক্ষেত্রেই ৷ ’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

শাহ এদিন আরও বলেন, দেবেন্দ্র ফডনবীশ এবং নরেন্দ্র মোদির জুটি দুর্দান্ত কাজ করেছে মহারাষ্ট্রে ৷ ‘নরেন্দ্র-দেবেন্দ্র’ ফর্মুলা নিয়ে বিজেপি কর্মীরা মানুষের কাছে পৌঁছেছেন ৷ কাজ করছেন ৷ প্রধানমন্ত্রীও মহারাষ্ট্রে নিজের ভাষণে যা উল্লেখ করেছিলেন ৷ ’’

বাংলা খবর/ খবর/দেশ/
#AmitShahToNews18: ‘দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বাংলা দখল করবে বিজেপি’, আশাবাদী অমিত শাহ