TRENDING:

Amit Shah: রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাবেন উত্তরবঙ্গেও

Last Updated:

Amit Shah: এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরই রাজ্য সফর তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে দু'দিনের সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৬ ও ১৭ এপ্রিল তিনি রাজ্যে থাকবেন বলে খবর পাওয়া গিয়েছে। ১৬ তারিখ তিনি থাকবেন উত্তরবঙ্গে, ১৭ এপ্রিল তিনি থাকবেন কলকাতায়। শোনা যাচ্ছে, এই সফরে দফায় দফায় রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement

আরও পড়ুন: বাংলাদেশের সরকারি ওষুধ রাজ্যের সরকারি হাসপাতালে! হইচই কাঁথি শহর জুড়ে...

সূত্রের খবর একটি সরকারি কর্মসূচিতে অংশ নিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গে যাবেন বলেও খবর। দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে নানা সময়ে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বার বার ছুটে গিয়েছে বিজেপির রাজ্য নেতারা। সাংসদ-বিধায়কদের দলেও বারংবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরই রাজ্য সফর তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

রাজীব চক্রবর্তী

বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah: রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাবেন উত্তরবঙ্গেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল