তবে তাতেই থেমে থাকেনি বিজেপি । শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের বিরুদ্ধ ডিজিটাল আক্রমণ । শুক্রবারই এই নিয়েই একের পর এক টুইট করেছেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ । কংগ্রেসের বিরুদ্ধে কখনও তোষণ আবার কখনও বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছেন শাহ । একটি টুইটে তিনি লিখেছেন সংখ্যাগরিষ্ঠ সরকারের বিরুদ্ধে কোনও উদ্দেশ্য ছাড়াই অনাস্থা প্রস্তাব এনেছে কংগ্রেস । কংগ্রেসের না আছে কোনও নির্দিষ্ট মতাদর্শ, না আছে মানুষের সমর্থন । এই অনাস্থা প্রস্তাব এনে আসলে তাঁরা নিজেদের রাজনৈতিক অক্ষমতাই প্রকাশ করেছে । অবশ্য গণতন্ত্রকে পদদলিত করার দীর্ঘ ইতিহাস আছে কংগ্রেসের ও শুক্রবারে সংসদে তাঁরা সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি করল, লিখেছেন শাহ ।
advertisement
এর পাশাপাশিও অনাস্থা ভোটে এই বিপুল জয়লাভের জন্য সমর্থকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি বিজেপি প্রেসিডেন্ট ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 21, 2018 9:13 AM IST