এই প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের মতে আমরা ১৬০টি আসন পেতে পারি। কিন্তু, আমরা তাও ছাপিয়ে যাব বলেই মনে হয়।”
আরও পড়ুন: ভারতীয় নৌবাহিনীতে এল ‘আইএনএস ইক্ষাক’! গার্ডেনরিচ শিপবিল্ডার্সের গৌরবময় সাফল্য
একই সঙ্গে তিনি আরও বলেন, “গতবার আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরেছিলাম। এইবারেও একইভাবে ক্ষমতায় ফিরব। আর এবারে আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরব।”
advertisement
আরও পড়ুন: কর্ণাটকে নাবালিকাকে গর্ভবতী করার অভিযোগ! গর্ভপাতের ওষুধ খাওয়ানোয় অসুস্থ কিশোরী, ধৃত যুবক
বিজেপি ক্ষমতায় ফেরার পরে বিহারের মানুষ আরও একবার দীপাবলি পালন করবেন বলেও জানান তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি আত্মবিশ্বাসী যে আগামী ১৪ নভেম্বর যখন ফলপ্রকাশ হবে তখন বিহারের মানুষ আসল দীপাবলি পালন করবেন।”
একই সঙ্গে লালুপ্রসাদের দল আরজেডির দল বিপর্যস্ত ভাবে হারের সম্মুখীন হবেও বলে তিনি জানান। তিনি বলেন, “আরজেডি এবং তাঁর জোটসঙ্গীরা বিপর্যস্তভাবে পরাজয়ের মুখ দেখবে।”
অন্যদিকে কংগ্রেস এবং তাঁদের জোটসঙ্গীকে ভোটের প্রচার থেকে নজর ঘোরানোর কৌশল হিসাবে দেখছে বিজেপি। কিছুদিন আগেই রাজধানীতে সাংবাদিক বৈঠক করে নথিপত্র দেখিয়ে গত হরিয়ানা নির্বাচনে ব্যাপক ভোটচুরির অভিযোগ এনেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি৷ রাহুলের এহেন রাজনৈতিক ‘হাইড্রোজেন বোমা’র বিরুদ্ধে এবার প্রতিক্রিয়া জানাল বিজেপি৷ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু দাবি করলেন, রাহুলের এহেন দাবি আদতে বিহার নির্বাচন থেকে দৃষ্টি সরানোর একটা চেষ্টা মাত্র৷
একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী রিজিজু দাবি করেছেন, ‘‘নিজেদের ব্যর্থতা ঢাকতেই এইসব করছেন ওঁরা৷ তাঁদের আসন্ন পরাজয়ের আগে অজুহাত তৈরি করছে কংগ্রেস৷’’পাশাপাশি, তিনি জানান, আমরা বুথ ফেরত সমীক্ষাকে কখনওই অস্বীকার করি না৷ কিন্তু, ওঁরা (কংগ্রেস) মানুষের রায়কে স্বীকার করতে পারে না৷’’
