এ দিন শ্রীনগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিত শাহ (Amit Shah removes bullet proof security in Kashmir)৷ সেখানেই কাশ্মীরবাসীর সঙ্গে খোলাখুলি কথা বলার জন্য মঞ্চেতার জন্য রাখা কাচের বুলেটপ্রুফ আবরণ সরিয়ে ফেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ এ দিন শের-ই-কাশ্মীর কনভেনশন সেন্টারের ওই অনুষ্ঠানে উপস্থিত হন অমিত শাহ৷ তার সঙ্গে ছিলেন জম্মু কাশ্মীরের উপ রাজ্যপাল মনোজ সিনহা৷ মঞ্চে উঠেই নিরাপত্তাকর্মীদের কাচের আবরণ সরিয়ে দেওয়ার নির্দেশ দেন শাহ৷
advertisement
পরে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, 'অনেকেই আমার নিন্দা করেছেন, আমার উপর ক্ষোভ প্রকাশ করেছেন৷ আজ আমি আপনাদের সঙ্গে খোলাখুলি কথা বলতে চাই৷ সেই কারণেই এখানে কোনও বুলেটপ্রুফ আবরণ নেই, নিরাপত্তাও নেই৷ আমি আপনাদের সামনে এ ভাবেই উপস্থিত হয়েছি৷'
আরও পড়ুন: 'আরে এ তো মুখ্যমন্ত্রী!' বাসভর্তি যাত্রীর মধ্যে হঠাৎ আগমন তাঁর, গোটা দেশে ঘুরছে এই ভিডিও
ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লার কথা উল্লেখ করে শাহ আরও বলেন, 'ফারুখ আবদুল্লাহ আমাকে পাকিস্তানের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছিলেন৷ কিন্তু আমি ফারুখ সাহেব এবং আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই- পাকিস্তান নয়, আমি উপত্যকার যুব সম্প্রদায় এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চাই৷' বক্তব্যের শেষে অনুষ্ঠান স্থলে হাজির আমজনতার কাছেও চলে যান শাহ৷ অনেকের সঙ্গে হাত মেলাতে দেখা যায় তাঁকে৷
কাশ্মীরের আম নাগরিকদের মন জয়ের পাশাপাশি এ দিন কেন্দ্রীয় সশস্ত্র আধা সামরিক বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করেও তাঁদের মনোবল বৃদ্ধি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ পুলওয়ামার লেথপোরায় সিআরপিএফ ক্যাম্পে গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করে একসঙ্গে নৈশভোজ সারেন শাহ৷ ট্যুইটারে অমিত শাহ জানান, 'আধা সেনার জওয়ানদের সঙ্গে সময় কাটাতে চেয়েছিলাম৷ তাঁদের সঙ্গে দেখা করে তাঁদের কঠিন মনোভাব এবং সাহসিকতা সামনে থেকে দেখতে চেয়েছিলাম৷ সেই কারণেই পুলওয়ামার লোথপোরায় সিআরপিএফ ক্যাম্পে সাহসী জওয়ানদের সঙ্গে খাওয়াদাওয়া সেরে সেখানেই রাতে বিশ্রাম নেব৷'
সিআরপিএফ জওয়ানদের প্রশংসা করে অমিত শাহ বলেন, ৩৭০ ধারা প্রত্যাহারের পর কাশ্মীরে কড়া বিধিনিষেধ জারি করা হয়েছিল৷ কিন্তু সিআরপিএফ জওয়ানদের দক্ষতার কারণেই উপত্যকার কোনও জায়গায় গুলি চালাতে হয়নি, যা অত্যন্ত গর্বের বিষয়৷ কাশ্মীরের উন্নয়নে সিআরপিএফ-এর ভূমিকা অনস্বীকার্য বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷