বিহারের বিধানসভা নির্বাচনের আগে নিউজ১৮ ‘সবসে বড় দঙ্গল’-এ Network18 Group Editor-in-Chief রাহুল জোশীকে শাহ বলেন “বিহারে মুখ্যমন্ত্রীর কোনও পদ শূন্য নেই, এখানে কোনও বিভ্রান্তি নেই। আমি শুধু বলেছি যে আমরা নীতীশ কুমারের নেতৃত্বে নির্বাচন লড়ছি৷” এনডিএ ক্ষমতায় ফিরলে মুখ্যমন্ত্রী কে হবেন জানতে চাইলে, শাহ মহাগঠবন্ধনের গভীরে লুকিয়ে থাকা “পরিবারতান্ত্রিক” রাজনীতির উপর কটাক্ষ হানেন। তিনি বলেন যে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব চান তার ছেলে তেজস্বী যাদব বিহারের মুখ্যমন্ত্রী হন; এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী চান তার ছেলে রাহুল গান্ধি প্রধানমন্ত্রী হন।
advertisement
আরও পড়ুন – Shreyas Iyer Update: ‘নার্সদের সঙ্গে এখনই ইয়ার্কি মারছে’- অস্ট্রেলিয়ায় দ্রুত সেরে উঠছেন শ্রেয়স
তিনি বলেন, “লালুজী চান তাঁর ছেলে মুখ্যমন্ত্রী হোক, আর সোনিয়াজির মতে, তাঁর ছেলে প্রধানমন্ত্রী হোক। ” তিনি আরও বলেন, ‘‘আমি তাঁদের উভয়কেই বলতে চাই যে বিহার বা দিল্লিতে কোনও জায়গা খালি নেই; দিল্লিতে মোদীজি আছেন এবং বিহারে আছেন নীতীশ কুমারজি৷” তিনি পরিষ্কার করে বলে দেন, বিহার নির্বাচনে নীতীশ কুমারের অধীনে ভোটে লড়াই করা হচ্ছে।
তিনি বলেন, মোদি এবং নীতীশ কুমারের “ডাবল-ইঞ্জিন” সরকারের অধীনে গত ১১ বছরে বিহার অসাধারণ অগ্রগতি দেখেছে৷ তিনি আরও বলেন, “১১ বছরে, ৮৫.২ মিলিয়ন (৮ কোটি ৫২ লক্ষ) মানুষ ৫ কেজি বিনামূল্যে খাদ্যশস্য পেয়েছে, জন ধন যোজনার আওতায় ৬.৬০ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে। নীতীশ কুমার তার সরকারের গত ১১ বছরে বিহারকে ‘জঙ্গলরাজ’ থেকে মুক্ত করেছেন৷”
বিরোধী দলনেতা তেজস্বী যাদব এনডিএকে আক্রমণ করে বলেছিলেন যে, বিজেপি ক্ষমতায় ফিরলে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করবে না, তার একদিন পরই অমিত শাহ নিজেদের অবস্থান সর্বসমক্ষে পরিষ্কার করে দেন৷
