TRENDING:

Amit Shah in Jammu and Kashmir: নির্বাচনের পর রাজ্যের তকমা ফিরে পাবে জম্মু কাশ্মীর, শ্রীনগরে ঘোষণা অমিত শাহের

Last Updated:

দু' বছর আগে জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার৷ তার পর এই প্রথম বার কাশ্মীর সফরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Jammu and Kashmir)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শ্রীনগর: নির্বাচনের পরই জম্মু কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হবে৷ এ দিন শ্রীনগরে এমনই দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Kashmir)৷ তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জম্মু- কাশ্মীরে যেভাবে সীমানা পুনর্নিধারণের কাজ চলছিল, সেভাবেই চলবে৷ ভোটের পরই জম্মু কাশ্মীরকে (Jammu and Kashmir) রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হবে৷
শ্রীনগরে কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে অমিত শাহ৷ Photo-Twitter
শ্রীনগরে কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে অমিত শাহ৷ Photo-Twitter
advertisement

শ্রীনগরে গিয়ে এ দিন কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বৈঠক করার পাশাপাশি বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিদের মুখোমুখি হন অমিত শাহ (Amit Shah)৷ সেখানেই তিনি বলেন, 'আমরা সীমানা পুনর্নির্ধারণের কাজ কেন বন্ধ করব? কিছুই বন্ধ হবে না৷ সীমানা পুনর্নির্ধারণের পর নির্বাচন হবে এবং তার পর জম্মু কাশ্মীরকে (Jammu and Kashmir) রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়া হবে৷'

advertisement

আরও পড়ুন: অমিত শাহের জন্মদিন, শুভেচ্ছাবার্তায় কী লিখলেন নরেন্দ্র মোদি?

দু' বছর আগে জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয় কেন্দ্রীয় সরকার৷ তার পর এই প্রথম বার কাশ্মীর সফরে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah on restoring statehood of Jammu and Kashmir)৷ এ বছরের শুরুতেই দিল্লিতে জম্মু কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷ সেই বৈঠকেই জম্মু কাশ্মীরকে রাজ্যের তকমা ফিরিয়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল কেন্দ্রের তরফে৷

advertisement

গত বেশ কিছুদিন ধরেই কাশ্মীরে জঙ্গি উপদ্রব ফের মাথাচাড়া দিয়ে উঠেছে৷ বহু সাধারণ মানুষকেও খুন করা হচ্ছে৷ বিশেষত ভিন রাজ্য থেকে আসা শ্রমিক এবং কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করা হচ্ছে৷ এরই মধ্যে কাশ্মীরের পুঞ্চে বড়সড় জঙ্গি দমন অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷ তাতে দুই অফিসার সহ ন' জন সেনা জওয়ানের মৃত্যু হয়৷ এই পরিস্থিতিতে অমিত শাহের কাশ্মীর সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

advertisement

এ দিন শ্রীনগরে উচ্চপর্যায়ের বৈঠকে জঙ্গি দমনে কোনওরকম আপোস না করার নির্দেশ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ পাশাপাশি, নিরাপত্তার এত আয়োজন সত্ত্বেও কীভাবে জঙ্গিরা নিরীহ মানুষকে নিশানা করতে পারছে, নিরাপত্তা বাহিনীর কর্তাদের থেকে সেই প্রশ্নেরও জবাবদিহি চান শাহ৷

তবে এ দিন যুব সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, রাজ্যের তকমা ফিরে পেলেও বিশেষ ক্ষমতা ফেরত পাবে না জম্মু কাশ্মীর৷ কারণ ৩৭০ ধারা প্রত্যাহার করার পর তা আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

৩৭০ ধারা প্রত্যাহারের পর দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল৷ একই সঙ্গে কারফিউ জারি করা ছিল৷ সেই সিদ্ধান্তের সমর্থন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জীবন বাঁচানোর জন্য তেতো ওষুধ দেওয়ার মতো এই সিদ্ধান্তগুলিও নেওয়ার প্রয়োজন ছিল৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah in Jammu and Kashmir: নির্বাচনের পর রাজ্যের তকমা ফিরে পাবে জম্মু কাশ্মীর, শ্রীনগরে ঘোষণা অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল