দিন কয়েকের রাজ্য সফরে এসেছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি। রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতেই তাঁর ছিল বিভিন্ন কর্মসূচি। দলের কর্মীদের উদ্বুদ্ধ করতে কিছু পরামর্শও দিয়েছেন বিজেপি সভাপতি। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্কের ঝড় উঠেছে। এখনও এ রাজ্যে তাঁর দল রাজনৈতিকভাবে শাসকদলকে কতটা বেগ দিতে পারে তা নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসা নিয়ে এখনই নিশ্চিত অমিত শাহ।
advertisement
চলতি বছরেই গুজরাতে বিধানসভা নির্বাচন। সেখানে বিজেপি দেড়শোরও বেশি আসনে জিতবে বলে দাবি অমিত শাহর।
সাক্ষাৎকারে নীতীশ কুমার প্রসঙ্গেও কথা বলে অমিত শাহ। তাঁর মতে, দুর্নীতির বিরুদ্ধেই সিদ্ধান্ত নিয়েছেন নীতীশ কুমার।
বিজেপি-তে অমিত শাহকে চাণক্য হিসেবেই মানা হয়। তাঁর নেতৃত্বেই বিজেপি অধিকাংশ ভোটে জিতেছে। আগামী দিনে অবিজেপিশাসিত রাজ্যগুলিতেও তাঁর নেতৃত্বে দল কতটা এগোতে পারে, সেদিকেই নজর রাজনৈতিকমহলের।