TRENDING:

Exclusive: তিনশোর বেশি আসন পেয়েই উত্তর প্রদেশে ফিরছে বিজেপি, দাবি অমিত শাহের

Last Updated:

গত পাঁচ বছরে যোগী আদিত্যনাথের সরকারের আমলে উত্তর প্রদেশের প্রশাসন এবং আইনি ব্যবস্থায় অভূতপূর্ব বদল এসেছে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah to News18)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: উত্তর প্রদেশে (Uttar Pradesh Elections) ফের তিনশোর বেশি আসন পেয়েই ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি৷ নেটওয়ার্ক ১৮-এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল জোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, এবারের উত্তর প্রদেশ নির্বাচনে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবথেকে বড় ইস্যু৷ গত পাঁচ বছরে যোগী আদিত্যনাথের সরকারের আমলে উত্তর প্রদেশের প্রশাসন এবং আইনি ব্যবস্থায় অভূতপূর্ব বদল এসেছে বলেও দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷

আরও পড়ুন: বিজেপি-র আমলেই দেশ নিরাপদ, কোথায় এগিয়ে আদিত্যনাথ, বড় দাবি অমিত শাহের

advertisement

অমিত শাহের দাবি, অতীতে উত্তর প্রদেশে সব সরকারই চলত জাতপাতের ভিত্তিতে৷ কিন্তু যোগী আদিত্যনাথের সরকারের আমলে সেই ধারায় বদল এসেছে৷

অমিত শাহ বলেন, 'আমি গোটা উত্তর প্রদেশ ঘুরে এসে আপনার সামনে বসেছি৷ বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তর প্রদেশে বিজেপি সরকার গঠন করবে৷ যোগীজির নেতৃত্বে আমরা জনতার মন জয়ে সফল হয়েছি৷ জয়ের মার্জিন কত হবে, বিজেপি-র হয়ে জনতাই তা ঠিক করবে৷'

advertisement

আরও পড়ুন: গোবর থেকে আয় করবেন! ১০ মার্চের পর উত্তরপ্রদেশের 'নতুন ব্যবস্থা' নিয়ে দাবি নরেন্দ্র মোদির

বিভিন্ন জনমত সমীক্ষায় দাবি করা হচ্ছে, উত্তর প্রদেশে বিজেপি ২৩০ থেকে ২৬০টি আসন পেতে পারে৷ যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, '২০১৭ সালের জনমত সমীক্ষায় আমাদের গড়ে ২৩৮টি আসন দেওয়া হয়েছিল৷ সেখানে বিজেপি ৩২৫টি আসন পেয়ে ক্ষমতা দখল করে৷ সমীক্ষায় মানুষ যা বলেন, সবসময় তা সত্যি হয় না৷ বিভিন্ন ধারণার উপরে ভিত্তি করে সমীক্ষার ফল ঠিক করা হয়৷ বিজেপি তিনশোর বেশি আসন পাবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অমিত শাহের দাবি, গত তিনটি নির্বাচনে উত্তর প্রদেশের মানুষ বিজেপি-র সঙ্গে রয়েছেন৷ তাঁর মতে, চারটি কারণে মানুষ বিজেপি-র সঙ্গে রয়েছেন৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি, গরিব কল্যাণ, উন্নয়ন এবং উত্তর প্রদেশের প্রশাসনে বদল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Exclusive: তিনশোর বেশি আসন পেয়েই উত্তর প্রদেশে ফিরছে বিজেপি, দাবি অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল