গত মাসেই বিজেপি-র সঙ্গে জোট ভেঙে লালু পুত্র তেজস্বী যাদবের নেতৃত্বাধীন মহাজোটের হাত ধরেছিলেন নীতীশ৷ তার পর এই প্রথম বিহারে পা রাখলেন শাহ৷ দু' দিনের বিহার সফরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ নীতীশকে বাদ দিয়ে ২০২৪-এ বিহারে বিজেপি-র সামনে লড়াই অনেক কঠিন৷ তাই সময় থাকতেই আসরে নেমে পড়ল পদ্ম শিবির৷
এ দিন পূর্ণিয়ায় অমিত শাহ যে সভায় ভাষণ দেন, তার নাম দেওয়া হয়েছিল জন ভাবনা মহাসভা৷ জেডিইউ-এর সঙ্গে জোট ভাঙার পর এই প্রথম বিহারে বড় মাপের কোনও সভা করল বিজেপি৷
advertisement
আরও পড়ুন: বড় চিন্তায় বিজেপি, দল ছাড়লেন বিধায়ক! 'খেলা' ঘোরাচ্ছেন প্রদ্যোত মাণিক্য
নীতীশকে কড়া আক্রমণ করে অমিত শাহ বলেন, 'বিধানসভা নির্বাচনে বিজেপি যা আসন পেয়েছিল, নীতীশ কুমারের দল তার অর্ধেক আসনে জয়ী হয়েছিল৷ তবু মোদিজি নীতীশ কুমারকেই বিহারের মুখ্যমন্ত্রী হতে অনুমতি দিয়েছিলেন৷ কারণ তিনি বিহারবাসীকে কথা দিয়েছিলেন যে বিহারে এনডিএ জোট নীতীশ কুমারের নেতৃত্বে কাজ করবে৷ তা সত্ত্বেও তিনি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকা করলেন৷ প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্খা থেকেই তিনি কংগ্রেস এবং লালু প্রসাদ যাদবের সঙ্গে হাত মিলিয়েছেন৷'
প্রাক্তন জোট সঙ্গীকে বিঁধে শাহ আরও বলেন, 'নীতীশ কুমারের একটাই উদ্দেশ্য৷ যে কোনও মূল্যে ক্ষমতায় টিকে থাকা৷ কিন্তু এবার বিহারবাসীর সামনে তাঁর মুখোশ খুলে গিয়েছে৷ তাঁরা আর তাঁকে সুযোগ দেবেন না৷'
বিহারের জন্য কেন্দ্রীয় সরকার নতুন বিমানবন্দর সহ কী কী প্রকল্প হাতে নিয়েছে, তাঁর বিস্তারিত তথ্যও তুলে ধরেন অমিত শাহ৷ সভার পরে বিহারের সাংসদ, বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রীদের সঙ্গে কিসানগঞ্জে বৈঠক করেন অমিত শাহ৷
