১. সন্ত্রাসবাদকে যোগ্য জবাব দেওয়া হয়েছে ও নরেন্দ্র মোদির সরকারই এই জবাব দিয়েছে
২. মোদির শাসনকালে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে যা হওয়া উচিৎ ছিল ১০ বছর আগে। ভারতকে নিশানা করলে পালটা হামলা হবেই।
৩. কালো টাকা নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ, কালো টাকা নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে । মোদি সরকার আয় বাড়ানোর চেষ্টা করেছে।
advertisement
৪. ৫ বছরে অর্থনীতি আকারে অনেক বেড়েছে|নগদের প্রয়োজন কমেছে ও এমনকী জিডিপির চরিত্র বদলে গিয়েছে।
৫. দেশে প্রকল্পের অভাব নেই কিন্তু প্রকল্প রূপায়ন করাটাই আসল কাজ। ৫ প্রজন্ম ধরে প্রকল্প ঘোষণা করছে কংগ্রেস কিন্তু মোদিই একমাত্র প্রকল্প রূপায়ন করতে পারেন।
৬. ইউপিএ জমানায় ন্যায় প্রকল্প হয়নি কেন?বালাকোট বিমানহানার পর থেকে কংগ্রেসের ভোটব্যাঙ্কে ঘাটতি দেখা গিয়েছে ও তাই ভয় পেয়ে এখন ন্যায় প্রকল্প ঘোষণা করছে কংগ্রেস।
৭. গোটা দেশে ঘুরে এসেছি আমি, দেশের মানুষ মোদির পাশে আছেন। কেন্দ্রে ফের এনডিএর সরকার হবে ওবিজেপি, এনডিএর আসনও বাড়বে।
৮. নাগরিকত্ব বিলের পর অসমের মানুষ বিজেপির পাশে আছেন ও বাংলায় কমপক্ষে ২৩ আসন পাব বিজেপি। এমনকী উত্তর-পূর্বে বিজেপির আসন বাড়বে।
৯. ভারত এখন বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে,গোটা পৃথিবী ভারতের নেতৃত্ব মেনে নিয়েছে।
১০. সংবাদমাধ্যমে বলা হয়েছিল বিমানহানায় ২৫০ জঙ্গি মরেছে। বিদেশি সংবাদমাধ্যম কি বলেছে আমি জানি না।ভারতীয় সংবাদমাধ্যম যা বলেছে, তাই আমি বলেছি। দেশের সুরক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ।