ভারত-পাকিস্তান সংঘাতের আবহে যে ৩২টি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে, তার মধ্যে রয়েছে শ্রীনগর
জম্মু ,লেহ, চণ্ডীগড়, অমৃতসর, পাটিয়ালা, ভাটিন্ডা , ভুনতার,কাংড়া-গগ্গল, কিষেনগড়, হালওয়ারা ,পাঠানকোট, শিমলা , জয়সলমের, যোধপুর, বিকানের, মুন্দ্রা, জামনগর,হিরাসা (রাজকোট), পোরবন্দর, কান্দলা, কেশোদ, ভুজ, গোয়ালিয়র, ধরমশালা, লুধিয়ানা
ইতিমধ্যে এই ৩২টি বিমানবন্দরে ওঠানামা করার কথা ছিল যে সব বিমানের, সেগুলি বেশির ভাগই বাতিল করে দিয়েছে সংস্থাগুলি। এয়ার ইন্ডিয়া জম্মু, শ্রীনগর, লেহ্, জোধপুর, অমৃতসর, চণ্ডীগড়, ভূজ, রামনগর, রাজকোটে যাতায়াতকারী তাদের সমস্ত বিমান বাতিল করেছে। যাত্রীদের ভাড়া ফেরত দেওয়ার কথাও ঘোষণা করেছে সংস্থা। বিমান সংস্থা ইন্ডিগোও বেশ কিছু বিমান বাতিল করেছে।
advertisement
আরও পড়ুন: পাক এয়ারবেসে মিসাইল হামলা ! ভারতের বারাক-৮ ক্ষেপণাস্ত্র সিস্টেম কতটা শক্তিশালী জেনে নিন
তবে যে সব বিমানবন্দর বন্ধ করা হয়নি, সেগুলির জন্য নির্দেশিকা জারি করে এয়ার ইন্ডিয়া জানায়, বিমান ছাড়ার অন্তত তিন ঘণ্টা আগে সেই বিমানের যাত্রীদের বিমানবন্দরে পৌঁছোতে হবে। বিমান ছাড়ার এক ঘণ্টা ১৫ মিনিট আগে সংশ্লিষ্ট যাত্রীদের জন্য বন্ধ হয়ে যাবে বিমানবন্দরের দরজা। দেশের অসামরিক পরিবহণ মন্ত্রকের নির্দেশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছে সংস্থা। বিমানে ওঠার আগে যাত্রীদের আর এক বার চেকিং করারও নির্দেশ দিয়েছে মন্ত্রক। সতর্কতামূলক ব্যবস্থার ক্ষেত্রেই এই নির্দেশ।