এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর রিচমণ্ড সার্কেলে রাত এগারোটার সময়। দুর্ঘটনার অভিঘাত এতটাই যে অ্যাম্বুলেন্স প্রায় তিনটি মোটরসাইকেলকে কয়েক মিটার পর্যন্ত টেনে নিয়ে যায়। তারপরে শেষে একটি পুলিশের একটি আউটপোস্টে ধাক্কা মারে।
এই ঘটনায় ৪০ বছরের ইসমাইল এবং তাঁর স্ত্রী সামিন বানু স্কুটারে ছিলেন তাঁরা ঘটনাস্থলেই মারা যান। আরও দুইজন আহত হয়েছেন। তাঁদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
অ্যাম্বুলেন্সটি ধাক্কা মারার পরেই সাহায্যের জন্য এগিয়ে আসে আশেপাশের মানুষ। গাড়ির নিচে আটকে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। একটি ভিডিও-তে দেখা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্স বহু মানুষ ঘিরে রয়েছে। চারিদিকে ছড়িয়ে রয়েছে আছে ভাঙাচোরা মোটরসাইকেল।
দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন জনতা। স্থানীয় মানুষেরা ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি উল্টে দেয়।
