আরও পড়ুনঃ বিজেপির টিকিট পেলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে, ডাক কেজরিওয়ালের!
অমর জওয়ান জ্যোতি ভারতীয় সৈন্যদের জন্য একটি স্মারক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতি ও আত্মত্যাগের স্বরূপ ও সম্মান হিসেবেই জ্বলে আসছে এই অগ্নিশিখা। ভারত-পাক যুদ্ধে ভারতের জয় এবং তার ফল স্বরূপ বাংলাদেশের স্বাধীন জন্মের সাক্ষ্য বহন করছে এই অমর জওয়ান জ্যোতি। ১৯৭২ সালের ২৬ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি অমর জওয়ান জ্যোতির উদ্বোধন করেছিলেন।
advertisement
আরও পড়ুনঃ ভ্যাক্সিনেশনেও লিঙ্গ বৈষম্য! মহিলাদের চেয়ে বেশি টিকা পুরুষদের, ব্যতিক্রম বাংলা
সামরিক আধিকারিকরা বৃহস্পতিবার জানিয়েছেন, অমর জওয়ান জ্যোতির শিখা শুক্রবার বিকেলে নিভিয়ে দেওয়া হবে এবং ইন্ডিয়া গেটের ওপারে মাত্র ৪০০ মিটার দূরে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিশিখার সঙ্গে মিলিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন করেছিলেন। ২৫,৯৪২ জন সেনার নাম এখানে গ্রানাইট পাথরে সোনালি অক্ষরে খোদাই করা রয়েছে।