গতকাল রাজস্থানের জয়পুরের সভামঞ্চ ছিল বিরোধীদের ঐক্যের মঞ্চ ৷ রাহুল গান্ধি, মনমোহন সিং, ডিএমকে সভাপতি এম কে স্টালিন, এনসিপি প্রধান শরদ পাওয়ার, এলজেডি-র শরদ যাদব সকলেই উপস্থিত ছিলেন সোমবারের অনুষ্ঠানে ৷ একই বাসে বসে যাচ্ছিলেন সকলে ৷ এবং সেই ছবিটিই এখন ভাইরাল ৷ এই বাসযাত্রাই কি হতে চলেছে বিজেপির বিরোধী যাত্রা? অর্থাৎ যারা সবাই রয়েছেন বাসে তাঁরাই কি একজোট হয়ে লড়বেন ২০১৯-এর লোকসভায়? এই চর্চা এখন জোরদার ৷
advertisement
মধ্যপ্রদেশে সরকার গড়তে কংগ্রেসকে সমর্থন দিয়েছে বহুজন সমাজ পার্টি, সমাজবাদি পার্টি। তবে শপথগ্রহণে মায়াবতী বা অখিলেশ না থাকায় জোটে ভাঙনের জল্পনা তৈরি হয়। যদিও বিএসপি সূত্রে দাবি, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আসতে পারেননি মায়াবতী। বাড়িতে অনুষ্ঠান থাকায় অখিলেশও থাকতে পারবেন না বলে আগেই জানিয়েছিলেন। তৃণমূল সুপ্রিমো নিজে উপস্থিত না থাকলেও প্রতিনিধি পাঠিয়েছিলেন।