TRENDING:

পরীক্ষার হলে কড়া গার্ড, এই অভিযোগে পরীক্ষা না দিয়ে চলে গেল ১.৮০ লক্ষ পড়ুয়া!

Last Updated:

পরীক্ষার হলে কড়া গার্ড, এই অভিযোগে পরীক্ষা না দিয়ে চলে গেল ১.৮০ লক্ষ পড়ুয়া!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #লখনউ: পরীক্ষা কেন্দ্রে কড়া গার্ড ৷ ঘাড় ঘোরানো তো দূরের কথা চোখ ঘোরাতেও দিচ্ছেন না পরীক্ষক ৷ এমনভাবে কি পরীক্ষা দেওয়া যায়? নকল করতে না পেরে বোর্ডের পরীক্ষা সম্পূর্ণ না করেই হল ছেড়ে বেরিয়ে গেলেন উত্তরপ্রদেশের ১ লাখ ৮০ হাজার ৮২৬ জন পড়ুয়া ৷
advertisement

এমন কান্ড ঘটল উত্তরপ্রদেশের বোর্ড পরীক্ষার প্রথম দিন ৷ অন্যদিকে নকল করার দায়ে পরীক্ষকের হাতে ধরা পড়লেন ১৬ জন ছাত্র-ছাত্রী ৷ UP বোর্ড সূত্রে খবর, পরীক্ষার্থীরা যাতে নকল না করতে পারে তার জন্য পরীক্ষকদের উপর কড়া গার্ড দেওয়ার নির্দেশ ছিল ৷ দশম শ্রেণীর পরীক্ষা শুরুর দিনেই পরীক্ষকদের কড়া নজরদারির কারণে মাঝপথে হল ছেড়ে চলে যায় হাই স্কুলের ৫৩১০০ পরীক্ষার্থী ৷

advertisement

এর মধ্যে গোরক্ষপুরের সবথেকে বেশি পড়ুয়ার পরীক্ষা অসম্পূর্ণ রেখেই বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে ৷ গোরক্ষপুরে ১১ হাজার ৮৩০ জন পড়ুয়া মাঝপথেই খাতা জমা দিয়ে বেরিয়ে যান ৷ এরপরেই রয়েছে হরদোই জেলা ৷ সেখানে ১১, ১৪১ জন পড়ুয়া পরীক্ষা দেননি ৷ এছাড়া গোটা রাজ্যে পরীক্ষায় অনুপস্থিত পড়ুয়ার সংখ্যা ছিল চমকে দেওয়ার মতো ৷ মোট ১২৭৭২৬ জন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

UP বোর্ড সচিব নীনা শ্রীবাস্তব বলেন, ‘পরীক্ষা কেন্দ্র থেকে পাওয়া অনলাইন তথ্য অনুযায়ী প্রথম দিন অনুপস্থিত ছিল ১,৮০,৮২৬ জন পরীক্ষার্থী ৷ পাঁচ মাস কঠোর পরিশ্রম ও প্রস্তুতির পর ছেলেমেয়েরা পরীক্ষা দিতে আসে ৷ সেখানে যারা সৎভাবে পরীক্ষা দেয়, তাদের সঙ্গে অন্যায় হয় যদি কেউ হলে বসে টুকে পরীক্ষা দেয় ৷ আমি ও আমার বোর্ড সম্পূর্ণভাবে আত্মবিশ্বাসী যে আমরা টুকলি রুখতে সফল হব ৷ নকল করার অভিযোগ উঠলে পরীক্ষার্থীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে ৷’

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
পরীক্ষার হলে কড়া গার্ড, এই অভিযোগে পরীক্ষা না দিয়ে চলে গেল ১.৮০ লক্ষ পড়ুয়া!