TRENDING:

Delhi Election 2020: দিল্লিতে জনপ্রিয়তায় এগিয়ে কেজরিই, তবু ভাবাচ্ছে বিজেপি, কেন?

Last Updated:

দিল্লি নির্বাচন শেষ মুহূর্ত পর্যন্ত ইন্টারেস্টিং৷ সাম্প্রতিকতম একটি সমীক্ষা বলছে, গত ৫ বছরে অরবিন্দ কেজরিওয়াল সরকারের কাজে সন্তুষ্ট দিল্লিবাসী৷ ৫৩ শতাংশ মানুষ অত্যন্ত খুশি আপ-এর কাজে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০২০-র নির্বাচনে দিল্লি কার দখলে? জল, বিদ্যুত্‍, স্বাস্থ্য, সরকারি স্কুল, সিসিটিভি ক্যামেরা-সহ একাধিক কাজের জন্য অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কি ফিরবে? নাকি মোদি ম্যাজিক, রাম মন্দির বা সিএএ-র মতো ইস্যুর উপর ভর করে ১৪ বছর পর দিল্লিতে প্রত্যাবর্তন হবে বিজেপি-র? সব জানা যাবে ১১ ফেব্রুয়ারি৷ জেনে নেওয়া যাক দিল্লি নির্বাচন নিয়ে কয়েকটি জরুরি বিষয়৷ দেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে দিল্লি বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
advertisement

দিল্লির ভোটাররা কেমন?

দিল্লি নির্বাচনে কার জয় হবে, তার মোটামুটি ইঙ্গিত পেতে গেলে, দিল্লির ভোটারদের মুড বোঝাটা জরুরি৷ ২০১৩ সালের নির্বাচনে আপ-এর আগমনের পর থেকেই দিল্লিতে ভোট হয়ে গিয়েছে ত্রিকোণ যুদ্ধ৷ তবে ভোট নিয়ে দিল্লির ভোটারদের চিন্তাভাবনা খুব স্বচ্ছ৷ কাকে সরকারে তাঁরা আনবেন, তা মোটামুটি ঠিক করেই ফেলেন বুথে যাওয়ার অনেক আগে৷

advertisement

অরবিন্দ কেজরিওয়াল

গত নির্বাচনগুলির দিকে যদি তাকানো যায়, দেখা যাবে, আপ সক্রিয় রাজনীতিতে আসার পরে কংগ্রেস থার্ড পার্টি হয়ে গিয়েছে দিল্লিতে৷ যে কংগ্রেস ১৯৯৮ থেকে ২০১৩ সাল, টানা ১৫ বছর দিল্লি শাসন করেছে৷

গত তিন নির্বাচনে বিজেপি-র ভোট শেয়ার মোটামুটি ৩২ থেকে ৩৬ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করেছে৷ বিজেপি, কংগ্রেস ও আপ ছাড়া দিল্লিতে অন্যান্য দলগুলির ভোটশেয়ার নগন্য৷ বিধানসভা হোক বা লোকসভা, এই তিন দলের ভোট শেয়ার ৯৫ শতাংশের বেশি৷ আবার দেখুন, গত বিধানসভায় আপ-কে ঢেলে ভোট দিয়েছে দিল্লিবাসী৷ লোকসভায় আবার ৩টি আসনই বিজেপির৷ অর্থাত্‍, দুটি পৃথক নির্বাচনে পৃথক ভাবে ভেবেছেন দিল্লিবাসী৷

advertisement

কেজরিওয়ালের চ্যালেঞ্জ

দিল্লি নির্বাচন শেষ মুহূর্ত পর্যন্ত ইন্টারেস্টিং৷ সাম্প্রতিকতম একটি সমীক্ষা বলছে, গত ৫ বছরে অরবিন্দ কেজরিওয়াল সরকারের কাজে সন্তুষ্ট দিল্লিবাসী৷ ৫৩ শতাংশ মানুষ অত্যন্ত খুশি আপ-এর কাজে৷ ৩৩ শতাংশ মানুষ সন্তুষ্ট কেজরিওয়ালের কাজে৷ শুধু কেজরিওয়ালের ব্যক্তিগত জনপ্রিয়তা নয়, সামগ্রিক ভাবে আপ সরকারের কাজে খুশি দিল্লি৷

নরেন্দ্র মোদি

advertisement

তবুও আপ-এর জন্য ২০২০ নির্বাচন খুব একটা কেক-ওয়াক হবে না৷ কেন? ২০১৫ সালের নির্বাচনের পর থেকে আপ-এর ভোট শেয়ার কিন্তু কমেছে৷ ২০১৭ সালে দিল্লি পুরসভা নির্বাচনে আপ ২৮ শতাংশ ভোট খুইয়েছে৷ ২০১৫ সালে ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় আসার পরেও৷

২০১৯ সালের লোকসভা নির্বাচনে আপ-এর ভোট শেয়ার কমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে৷ অন্যদিকে গতবারের বিধানসভা নির্বাচন ও পুরভোটে বিজেপি খারাপ ফল করলেও, লোকসভা ভোটে বিজেপি প্রচুর ভোট পেয়েছে দিল্লি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কংগ্রেস গত তিন নির্বাচনেই দিল্লিতে কার্যত মুখ থুবড়ে পড়েছে৷ তা সত্ত্বেও গত তিন ভোটে দিল্লিতে কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে৷ ২০১৫ সালে ৩১ শতাংশ, ২০১৭ পুরভোটে ৩৭ থেকে ২০১৯-এর লোকসভা ভোটে একেবারে ৫৭ শতাংশ৷ সেই ভোট কিন্তু আপ-এর থেকেই গিয়েছে কংগ্রেসের দিকে৷ যদি বিজেপি তাদের লোকসভা নির্বাচনের জনপ্রিয়তা বজায় রাখে এবং কংগ্রেস আরও ভোট বাড়াতে পারে, তা হলে আপ-এর কাছে তা চ্যালেঞ্জ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election 2020: দিল্লিতে জনপ্রিয়তায় এগিয়ে কেজরিই, তবু ভাবাচ্ছে বিজেপি, কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল