TRENDING:

Supreme Court || যে কোনও মহিলার নিরাপদ এবং আইনি গর্ভপাতের অধিকার রয়েছে, বৈবাহিক ধর্ষণও ধর্ষণই! নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে

Last Updated:

Supreme Court || নজিরবিহীন এই সিদ্ধান্তে বৈবাহিক ধর্ষণের বিষয়টিও উল্লিখিত আছে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, অসম্মতিতে সংসর্গও ধর্ষণ। বৈবাহিক ধর্ষণের বিষয়ও এমটিপি আইনের আওতায় আসতে পারে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গর্ভপাত নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। বিবাহিত এবং অবিবাহিত সবারই গর্ভপাতের অধিকার রয়েছে, মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি আইন নিয়ে মামলার প্রেক্ষিতে এ কথা জানাল আদালত। শীর্ষ আদালতের রায়ে জানানো হয়েছে, মেডিক্যাল টার্মিনেশন অব প্রেগন্যান্সি বা এমটিপি আইনে গর্ভপাত বিষয়ে বিবাহিত এবং অবিবাহিত মহিলার প্রভেদ থাকবে না৷
ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে
ঐতিহাসিক সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে
advertisement

নজিরবিহীন এই সিদ্ধান্তে বৈবাহিক ধর্ষণের বিষয়টিও উল্লিখিত আছে। বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, অসম্মতিতে সংসর্গও ধর্ষণ। বৈবাহিক ধর্ষণের বিষয়ও এমটিপি আইনের আওতায় আসতে পারে। গর্ভপাতের ব্যাপারে বিবাহিত এবং অবিবাহিত মহিলার মধ্যে পার্থক্য করা অসাংবিধানিক।

আরও পড়ুন: গার্ডেনরিচে খাটের তলার টাকা উদ্ধারের ঘটনায় বড় অভিযানে কলকাতা পুলিশ! প্রকাশ্যে মারাত্মক তথ্য

advertisement

মাস তিনেক আগে সুপ্রিম কোর্ট একটি বৈপ্লবিক সিদ্ধান্ত নেয়৷ অবিবাহিত অন্তঃসত্ত্বা মহিলাকে গর্ভপাতের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। গর্ভপাত সংক্রান্ত একটি মামলার রায় দেওয়ার সময় এমনটাই জানিয়েছিলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, সূর্য কান্ত এবং এএস বোপান্নার নেতৃত্বাধীন বেঞ্চ।  তারপরে আরও এক সাড়া জাগানো সিদ্ধান্ত৷

বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court || যে কোনও মহিলার নিরাপদ এবং আইনি গর্ভপাতের অধিকার রয়েছে, বৈবাহিক ধর্ষণও ধর্ষণই! নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল