TRENDING:

'আমি মরতে চাই', চিঠিতে লিখেছিলেন সুনন্দা পুস্কর

Last Updated:

'আমি মরতে চাই, আর বেঁচে থাকতে চাই না'৷ এই কথাই চিঠি দুটিতে লিখেছিলেন তিনি৷ ২০১৪-র জানুয়ারির আগে শশীকে পাঠানো এই ইমেল এসেছে গোয়েন্দাদের হাতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সুনন্দা পুস্কর মৃত্যু রহস্যে নয়া মোড়৷ মৃত্যুর আগে লেখা সুনন্দার চিঠিতে শুরু হল নতুন করে জলঘোলা৷ মৃত্যুর আগে স্বামী শশী থারুরের কাছে ২টি চিঠি লেখেন সুনন্দা৷ 'আমি মরতে চাই, আর বেঁচে থাকতে চাই না'৷ এই কথাই চিঠি দুটিতে লিখেছিলেন তিনি৷ ২০১৪-র জানুয়ারির আগে শশীকে পাঠানো এই ইমেল এসেছে গোয়েন্দাদের হাতে৷ এই লাইনগুলো একটি কবির, যা সুনন্দা লিখে পাঠিয়েছিলেন শশীকে৷
advertisement

আরও পড়ুন পাসপোর্ট না মিললে আত্মহত্যার হুমকি ! ট্যুইটে সাহায্যের আশ্বাস সুষমা স্বরাজের

সুনন্দা মৃত্যুকাণ্ডে গঠিত সিট (স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম) এখন এই চিঠি নিয়েই চর্চা শুরু করেছে৷ কী কারণে মরতে চেয়েছিলেন সুনন্দা, তারই উত্তর খুঁজছেন পুলিশ কর্তারা৷ তদন্তে নেমে এর আগেও শশী ও সুনন্দার ইমেল খতিয়ে দেখেছিল দিল্লি পুলিশ৷ শশী ও সুনন্দার ফোন কললিস্টও খতিয়ে দেখা হয়েছিল৷ তদন্তের স্বার্থে কল রেকর্ড অত্যন্ত ভরসাযোগ্য সূত্র হতে পারে বলেই মনে করছিল দিল্লি পুলিশ৷

advertisement

আরও পড়ুন নাগরদোলা ছিঁড়ে দুর্ঘটনা! মৃত ১ শিশু, গুরুতর আহত ৬

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

স্ত্রী খুনে শশীর বিরুদ্ধে ইতিমধ্যেই ৩০০০ পাতার চার্জশিট জমাদিয়েছে দিল্লি পুলিশ৷ সুনন্দাকে মৃত্যুতে প্ররোচনার অভিযোগ আনা হয়েছে কংগ্রেসের এই হাই প্রোফাইল নেতার বিরুদ্ধে৷ শশীর বিরুদ্ধে রয়েছে ৪৯৮এ, ৩০৮ ধারা৷ যদিও তদন্তের ব্যপারেই পাল্টা প্রশ্ন তুলেছেন শশী থারুর৷ হাই প্রোফাইলএই মৃত্যুকে ঘিরে আর কি কি তথ্য সামনে আসে, তার দিকেই নজর দেশবাসীর৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'আমি মরতে চাই', চিঠিতে লিখেছিলেন সুনন্দা পুস্কর