লালু প্রসাদ যাদবের সঙ্গে বৈঠক, নীতিশের তাঁর সঙ্গে দেখা করতে আসা সে দিকেই ইঙ্গিত করছে। বৈঠকে যে বিষয়ের উপর জোর দেওয়া হবে তাতে কেন্দ্র সরকার বিরোধী শাসিত কোনও রাজ্যের বিষয়ে হস্তক্ষেপ করলে সবাইকে একজাট হয়ে তার প্রতিবাদ করতে হবে, সংসদে বিরোধীদের একজোট হয়ে চলতে হবে, বৈঠকে যে সমস্ত ইস্যুকে সামনে রাখা হবে তাতে বিরোধীদের এক সুরে কথা বলতে হবে এবং আরেকটি বিষয় হল প্রথম বৈঠকে যেভাবে বিরোধী দলের শীর্ষ নেতারা হাজির থাকবেন, সেই একভাবে পরবর্তীকালের বৈঠকগুলিতেও তাদেরই হাজির থাকতে হবে।
advertisement
আরও পড়ুন– লোকসভা নিয়ে পটনায় আজ বিরোধী জোটের বৈঠক
নজরে লোকসভা ভোট। বিজেপি বিরোধী জোটের বৈঠক। আজ, শুক্রবার বেলা ১১টা থেকে পটনায় নীতীশ কুমারের বাসভবনে হতে চলেছে বৈঠক।বৈঠকে যোগ দিতে গতকালই পটনায় এসে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বৈঠকে থাকবেন রাহুল গান্ধি, মল্লিকার্জূন খাড়গে, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, ডি রাজা, সীতারাম ইয়েচুরি, দীপঙ্কর ভট্টাচার্য, কে সি বেণুগোপাল, মেহবুবা মুফতি, ফারুক আবদুল্লা, হেমন্ত সোরেন, উদ্ধব ঠাকরে-সহ একাধিক নেতারা।
আরও পড়ুন– এক দফা নয়, এবার একাধিক দফায় পঞ্চায়েত ভোটের দাবি জানাল বিজেপি
নীতিশ কুমার-তেজস্বী যাদবের পৌরহিত্যে হবে বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, ‘‘নীতীশজি যখন কলকাতায় এসেছিলেন, আমাদের বৈঠক হয়েছিল। সেখানেই আমি প্রস্তাব দিয়েছিলাম এই বৈঠক পটনাতেই হোক। কারণ, জয়প্রকাশজি আন্দোলন শুরু করেছিলেন পটনা থেকেই। ওটা একটা হিন্দি বেল্ট। আমিই নীতীশজিকে বলেছিলাম, সকলকে আমন্ত্রণ জানান। যার যার আসার আসবে।’’
দিল্লির অর্ডিন্যান্স ইস্যু থেকে শুরু করে নতুন সংসদ ভবনের উদ্বোধন, বিভিন্ন বিষয়কে সামনে রেখে ২০২৪-এর লোকসভা ভোটের আগে বিরোধীরা ক্রমশ একজোট হওয়ার প্রয়াশ চালাচ্ছে, সেই উদ্যোগ এই বৈঠকে আরও কিছুটা এগোবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।