অখিলেশ এই মুহূর্তে উত্তর প্রদেশের আজমগড়ের সাংসদ৷ গোপালপুর কেন্দ্রটিও আজমগড়ের মধ্যেই পড়ে৷ এর আগে অবশ্য অখিলেশ জানিয়েছিলেন, তিনি নিজে ভোটে লড়তে চান না৷ তার বদলে রাজ্যের প্রতিটি কেন্দ্রে দলের জয় নিশ্চিত করার বিষয় নজর দিতে চান৷
আরও পড়ুন: উত্তরপ্রদেশে ভোটের আগে বড় ধাক্কা সপা শিবিরে! বিজেপি-তে যোগ মুলায়ম পুত্রবধূ অপর্ণার
advertisement
কিন্তু যোগী আদিত্যনাথ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়াতেই সম্ভবত অখিলেশকেও ভোটে দাঁড়াতে হচ্ছে৷ তা না হলে অখিলেশের বিরুদ্ধে প্রচারের নতুন অস্ত্র পেয়ে যেত বিজেপি৷ পূর্ব উত্তর প্রদেশের গোরক্ষপুর সদর কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন যোগী৷
অখিলেশ অবশ্য জানিয়েছেন, প্রার্থী হওয়ার আগে তিনি নিজের লোকসভা কেন্দ্র আজমগড়ের মানুষের অনুমতি নেবেন৷ সাংবাদিক বৈঠকে অখিলেশ বলেন, 'আগে আমি আজমগড়ের মানুষের অনুমতি নেব৷ তার পরে ভোটে দাঁড়ানোর প্রশ্ন৷'
আরও পড়ুন: অখিলেশের পাশে মমতা, ভোট শুরুর ২ দিন আগে উত্তর প্রদেশ সফরে যাবেন মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত এ দিনই বিজেপি-তে যোগ দিয়েছে অখিলেশের ভাতৃবধূ অপর্ণা যাদব৷ যা সমাজবাদী পার্টির পক্ষে বড় ধাক্কা বলেই দাবি গেরুয়া শিবিরের৷
এ প্রসঙ্গে অখিলেশ বলেন, 'প্রথমত, আমি তাঁকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই৷ সমাজবাদী আদর্শ যে আরও ছড়িয়ে পড়ছে. এটা ভেবেই আমি খুশি৷ আমার আশা, বিজেপি-র অন্দরেও সমাজবাদী মতাদর্শ ছড়িয়ে পড়বে এবং সংবিধান ও গণতন্ত্র রক্ষা হবে৷' অখিলেশ দাবি করেছিলেন, মুলায়ম সিং যাদব নিজে তাঁর পুত্রবধূকে বিজেপি-তে না যাওয়ার জন্য বুঝিয়েছিলেন৷ কিন্তু তিনি কোনও কথাই শোনেননি৷