TRENDING:

Pramod Gupta Joins BJP: ভাইয়ের বউয়ের পর এবার মামাও গেরুয়া শিবিরে, বিজেপি-কে ধন্যবাদ দিচ্ছেন অখিলেশ

Last Updated:

এ দিন বিজেপি-তে যোগ দেওয়ার পর প্রমোদ গুপ্ত অভিযোগ করেছেন, সমাজবাদী পার্টিতে এখন গুন্ডাদেরই আধিপত্য বেশি (Pramod Gupta Joins BJP)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিজেপি-তে যোগ দিলেন অখিলেশে যাদবের মামা প্রমোদ গুপ্ত৷
বিজেপি-তে যোগ দিলেন অখিলেশে যাদবের মামা প্রমোদ গুপ্ত৷
advertisement

এ দিন বিজেপি-তে যোগ দেওয়ার পর প্রমোদ গুপ্ত অভিযোগ করেছেন, সমাজবাদী পার্টিতে এখন গুন্ডাদেরই আধিপত্য বেশি৷

ভাতৃবধূ অপর্ণা যাদবের মতোই মামা প্রমোদ গুপ্তের বিজেপি-তে যোগদানের বিষয়টিকেও গুরুত্ব দিতে চাননি অখিলেশ৷ এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে অখিলেশ বলেন, 'বিজেপি বার বার আমাদের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছে৷ ওরাই সেটা শেষ করতে সাহায্য করছে৷ আমি তার জন্য ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি৷'

advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় বাজেট ২০২২: কৃষকদের জন্য সার ভর্তুকি হিসেবে বরাদ্দ করা হতে পারে ১.৪ লক্ষ কোটি টাকা!

গত সপ্তাহেই যোগী মন্ত্রিসভার সদস্য তিন ওবিসি নেতা সহ একাধিক বিজেপি বিধায়ক দলত্যাগ করে সমাজবাদী পার্টিতে যোগদান করেছিলেন৷ এর জবাবে যাদব পরিবারের সদস্য অপর্ণা দলে টেনে পাল্টা জবাব দিয়েছিল বিজেপি৷

advertisement

আরও পড়ুন: এগিয়ে আসছে ভোট, উত্তর প্রদেশে জমজমাট ঘর ভাঙানোর 'খেলা'

সমাজবাদী পার্টির রাশ এখন কার্যত অখিলেশেরই হাতে৷ মুলায়ম সিং যাদব এখনও সাংসদ থাকলেও বয়সজনিত কারণেই নিয়মিত ভাবে দলের কর্মসূচিতে থাকেন না৷ কাকা শিবপাল যাদবের এখন দলেসেভাবে প্রভাব নেই৷ আর এক কাকা রামপাল যাদব রাজ্যসভার সাংসদ হলেও সেভাবে সামনে আসেন না তিনি৷ অখিলেশের তুতো ভাইদেরও এখন সেভাবে তাঁর পাশে দেখা যায় না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর মধ্য দুই আত্মীয়র বিজেপি-তে যোগদান দলের মধ্যে অখিলেশের একচ্ছত্র প্রভাব বিস্তারের পথ আরও পরিষ্কার করে দিল৷ যদিও এর প্রভাব ভোট বাক্সে কীভাবে পড়বে, আগামী ১০ মার্চ তার জবাব পাওয়া যাবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Pramod Gupta Joins BJP: ভাইয়ের বউয়ের পর এবার মামাও গেরুয়া শিবিরে, বিজেপি-কে ধন্যবাদ দিচ্ছেন অখিলেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল