TRENDING:

যাদবকূলে 'দঙ্গল', অনুগত বিধায়কদের সঙ্গে বৈঠকে অখিলেশ

Last Updated:

দল থেকে বহিষ্কৃত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। নিজের ছেলেকে ছ'বছরের জন্য বহিষ্কার করলেন সমাজবাদী পার্টি প্রধান মুলায়মসিং যাদব। একইসঙ্গে দলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করলেন ভাই রামগোপাল যাদবকেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: দল থেকে বহিষ্কৃত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। নিজের ছেলেকে ছ'বছরের জন্য বহিষ্কার করলেন সমাজবাদী পার্টি প্রধান মুলায়মসিং যাদব। একইসঙ্গে দলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করলেন ভাই রামগোপাল যাদবকেও। দলবিরোধী কাজের অভিযোগে এই বহিষ্কারের সিদ্ধান্ত নেন মুলায়ম। নেতাজির নতুন চালে ভাঙনের মুখে সমাজবাদী পার্টি।
advertisement

শনিবার সকাল ১০ নাগাদ অনুগত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন অখিলেশ ৷ বৈঠকের উপর কড়া নজর মুলায়ম শিবিরের পাশাপাশি আজ ১৭৬ বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুলায়মও ৷ এই বৈঠকে বিধায়কদের অখিলেশের বদলে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করার প্রস্তাব রাখা হবে বলে মনে করা হচ্ছে ৷ এই বৈঠকেই পরিষ্কার হয়ে যাবে কতজন বিধায়ক মুলায়ের দিকে রয়েছে তো কতজন অখিলেশকে সর্মথন করছেন ৷ এই দুই বৈঠকের পরই পরিষ্কার হবে যদু বংশের দুই গোষ্ঠীর পরবর্তী পদক্ষেপ।

advertisement

দল থেকে বহিষ্কার হওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে পারেন অখিলেশ যাদব ৷ তবে অখিলেশের সঙ্গে সঙ্গে তার সমর্থক বিধায়করাও ইস্তফা দেয় কিনা সেটাই এখন দেখায় বিষয় ৷ তবে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় অখিলেশ জানিয়েছিলেন সমাজবাদী পার্টি ওনার ৷

advertisement

অখিলেশের কাছে এখন কার্যত হানিকারক বাপুতেই পরিণত হয়েছেন মুলায়ম। যদু বংশের গৃহযুদ্ধের মাঝেই শুক্রবার ছেলেকে দল থেকে ছেঁটে ফেলার মতো চরম পদক্ষেপ করলেন সমাজবাদী পার্টির নেতাজি। যারজেরে যাদবকূলে এখন দঙ্গল চরমে।

দলবিরোধী কাজের অভিযোগে ছেলে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন সপা সুপ্রিমো মুলায়ম সিং যাদব। একইসঙ্গে দলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করলেন ভাই রামগোপাল যাদবকেও

advertisement

কাকা শিবপাল যাদব এবং অখিলেশের কাজিয়ায় দীর্ঘদিন ধরেই সপায় কাজিয়া চরমে।

গৃহযুদ্ধ আরও বড় আকার নেয়, যখন অখিলেশকে উপেক্ষা করেই, আসন্ন নির্বাচনের জন্য দলের প্রার্থীতালিকা ঘোষণা করে দেন মুলায়ম। অখিলেশের ইচ্ছা সত্ত্বেও বন্ধ করে দেন কংগ্রেসের সঙ্গে জোটের দরজা। এর জেরেই বাবার উপর ক্ষোভ উগরে দেন অখিলেশ। পালটা প্রার্থীতালিকা ঘোষণা করে দেন তিনিও। এই পরিস্থিতিতে পয়লা জানুয়ারি দলের 'ন্যাশনাল এক্সিকিউটিফ মিট' ডেকে ভস্মে ঘি ঢালেন রামগোপাল। তাতেই চটে গিয়ে তড়িঘড়ি বহিষ্কারের সিদ্ধান্ত নেন 'নেতাজি'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুক্রবার মুলায়মের ঘোষণার পরই উত্তপ্ত হয়ে ওঠে সপার দুই শিবির। লখনউয়ে মুলায়ম ও অখিলেশের বাড়ির সামনে ভিড় জমান সমর্থকরা। বহিষ্কারের প্রতিবাদে বিক্ষোভও দেখান অখিলেশপন্থীদের একাংশ। বাড়ির বাইরে এসে ক্ষুব্ধ জনতাকে শান্ত করেন খোদ অখিলেশ।

বাংলা খবর/ খবর/দেশ/
যাদবকূলে 'দঙ্গল', অনুগত বিধায়কদের সঙ্গে বৈঠকে অখিলেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল