মহারাষ্ট্রের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র চিরতরে নিষ্প্রভ হয়ে গেলেন। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (পওয়ার) গোষ্ঠীর নেতা এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পওয়ার বারামতীর কাছে একটি ভয়াবহ চার্টার বিমান দুর্ঘটনায় মারা যান। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই মহারাষ্ট্র জুড়ে শোকের ছায়া নেমে আসে।
অজিত পওয়ারের স্ত্রী রাজ্যসভার সাংসদ, তিনি মঙ্গলবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে যোগ দিতে দিল্লিতে এসেছিলেন। কিন্তু তাঁরা কেউই জানতেন না যে ভাগ্যে অন্য কিছু অপেক্ষা করছে। বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পওয়ার তৎক্ষণাৎ মহারাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। এবার সামনে স্বামীর ছেড়ে যাওয়া পদে বসার আহ্বান।
advertisement
সূত্রের খবর, এনসিপির ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রফুল প্যাটেল এবং দলের অন্যান্য নেতারা আলাদা করে কথা বলেন সুনেত্রার সঙ্গে। অন্যদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নরহরি জারওয়াল বলেন, আমজনতা চায় যেন সুনেত্রা রাজ্যের মন্ত্রিসভায় পা রাখেন। আপাতত এনসিপি চাইছে পওয়ারদের গড় বারামতি থেকে সুনেত্রাকে প্রার্থী করতে। ওই বারামতি থেকেই সাতবার বিধায়ক হয়েছিলেন অজিত। জীবনের শেষ মুহূর্তেও তাঁর সঙ্গে জড়িয়ে রয়েছে বারামতি। সেখান থেকে সুনেত্রাকে বিধায়ক করে তাঁকেই উপমুখ্যমন্ত্রী করাটা আপাতত এনসিপির লক্ষ্য।
