TRENDING:

Ajit Pawar Plane Crash Update: তৈরি ছিল উদ্ধারকারী দল, তবু হল না শেষরক্ষা! বুধবার সকালে কী ঘটল বারামতীতে?

Last Updated:

দিল্লির বেসরকারি সংস্থা ভিএসআর-এর লিয়ারজেট ৪৫ চার্টার্ড বিমানটিতে অজিত পাওয়ার সহ মোট পাঁচ জন ছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঘন কুয়াশার মধ্যে প্রথমবার অবতরণে চেষ্টা ব্যর্থ হয়েছিল৷ দ্বিতীয় বার ফের বারামতীর পাহাড়ি এলাকায় তৈরি বিমানবন্দরের টেবল টপ রানওয়েতে বিমানকে নিরাপদে নামিয়ে আনার মরিয়া চেষ্টা করেছিলেন চার্টার্ড বিমানের চালক এবং সহকারী চালক৷ যদিও সেই চেষ্টাও ব্যর্থ হয়৷ শেষ পর্যন্ত রানওয়ে ছুঁতে পারেনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়াকে নিয়ে বারামতীর উদ্দেশ্যে উড়ে যাওয়া ৮ আসনের ছোট বিমানটি৷ বিমান ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই প্রবল বিস্ফোরণ হয়ে সেটিতে আগুন ধরে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় অজিত পওয়ার সহ বিমানে থাকা পাঁচ জনেরই৷
বারামতী বিমানবন্দরের ঠিক পাশেই ভেঙে পড়ে চার্টার্ড বিমানটি৷
বারামতী বিমানবন্দরের ঠিক পাশেই ভেঙে পড়ে চার্টার্ড বিমানটি৷
advertisement

বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতীতে বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর পর প্রাথমিক ভাবে এরকমই তথ্য উঠে আসছে৷

আরও জানা গিয়েছে, প্রথমবার বিমানটি অবতরণ করতে না পেরে নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গেই দমকল সহ আপতকালীন ব্যবস্থা নিয়ে রানওয়ের পাশে প্রস্তুতি নিয়ে ফেলেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি৷ দ্বিতীয় বার অবতরণের চেষ্টার সময় মাটিতে আছড়ে পড়ে চার্টার্ড বিমানটি৷

advertisement

দিল্লির বেসরকারি সংস্থা ভিএসআর-এর লিয়ারজেট ৪৫ চার্টার্ড বিমানটিতে অজিত পাওয়ার সহ মোট পাঁচ জন ছিলেন৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধারকাজ৷ ছুটে আসেন স্থানীয়রাও৷ ঘটনাস্থল থেকে তিনটি দগ্ধ দেহ উদ্ধার হয়৷ সেগুলি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দেহগুলি শনাক্তকরণের চেষ্টা চলছে৷ তবে প্রাথমিক তদন্তের পরই দুর্ঘটনার আরও তথ্য জানানো সম্ভব হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন ডিজিসিএ-এর আধিকারিকরাও৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একদিকে বাংলা অন্যদিকে ওড়িশা! দিঘার একদম কাছেই বাংলার ‘শেষ সৈকত’
আরও দেখুন

জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের জন্য একটি জনসভায় যোগ দিতে বারামতীতে যাচ্ছিলেন অজিত পাওয়ার৷ বারামতীর রাজনীতিতে বরাবরই দাপট ছিল অজিত পওয়ারের৷ ১৯৯১ সালে প্রথমবার বারামতীর সাংসদ নির্বাচিত হয়েছিলেন অজিত পওয়ার৷ এর পর ২০২৪ সাল পর্যন্ত টানা আট বার বারামতীর বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি৷ এমন কি, কাকা শরদ পওয়ারের সঙ্গে মতবিরোধের জেরে এনসিপি দু ভাগ হয়ে গেলেও বারামতীতে অজিতের দাপট কমেনি৷ ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে জোট বেঁধে লড়ে ৪১টি আসনে জয়ী হয়েছিল অজিত পাওয়ারের এনসিপি৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Ajit Pawar Plane Crash Update: তৈরি ছিল উদ্ধারকারী দল, তবু হল না শেষরক্ষা! বুধবার সকালে কী ঘটল বারামতীতে?
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল