বুধবার সকালে মহারাষ্ট্রের বারামতীতে বিমান দুর্ঘটনায় উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুর পর প্রাথমিক ভাবে এরকমই তথ্য উঠে আসছে৷
আরও জানা গিয়েছে, প্রথমবার বিমানটি অবতরণ করতে না পেরে নিয়ন্ত্রণ হারানোর সঙ্গে সঙ্গেই দমকল সহ আপতকালীন ব্যবস্থা নিয়ে রানওয়ের পাশে প্রস্তুতি নিয়ে ফেলেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ৷ কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি৷ দ্বিতীয় বার অবতরণের চেষ্টার সময় মাটিতে আছড়ে পড়ে চার্টার্ড বিমানটি৷
advertisement
দিল্লির বেসরকারি সংস্থা ভিএসআর-এর লিয়ারজেট ৪৫ চার্টার্ড বিমানটিতে অজিত পাওয়ার সহ মোট পাঁচ জন ছিলেন৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই প্রায় সঙ্গে সঙ্গেই শুরু হয় উদ্ধারকাজ৷ ছুটে আসেন স্থানীয়রাও৷ ঘটনাস্থল থেকে তিনটি দগ্ধ দেহ উদ্ধার হয়৷ সেগুলি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দেহগুলি শনাক্তকরণের চেষ্টা চলছে৷ তবে প্রাথমিক তদন্তের পরই দুর্ঘটনার আরও তথ্য জানানো সম্ভব হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন ডিজিসিএ-এর আধিকারিকরাও৷
জানা গিয়েছে, পঞ্চায়েত ভোটের জন্য একটি জনসভায় যোগ দিতে বারামতীতে যাচ্ছিলেন অজিত পাওয়ার৷ বারামতীর রাজনীতিতে বরাবরই দাপট ছিল অজিত পওয়ারের৷ ১৯৯১ সালে প্রথমবার বারামতীর সাংসদ নির্বাচিত হয়েছিলেন অজিত পওয়ার৷ এর পর ২০২৪ সাল পর্যন্ত টানা আট বার বারামতীর বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি৷ এমন কি, কাকা শরদ পওয়ারের সঙ্গে মতবিরোধের জেরে এনসিপি দু ভাগ হয়ে গেলেও বারামতীতে অজিতের দাপট কমেনি৷ ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি এবং একনাথ শিন্ডের শিবসেনার সঙ্গে জোট বেঁধে লড়ে ৪১টি আসনে জয়ী হয়েছিল অজিত পাওয়ারের এনসিপি৷
