এদিকে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর বাসে সপাটে ধাক্কা লরির! ভয়ঙ্কর ঘটনা আরামবাগে, রক্তে ভেসে গেল চারিদিক
জঙ্গি কার্যকলাপ মোকাবিলায় সর্বশক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জম্মু-কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উপ রাজ্যপাল মনোজ সিনহার সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন মোদি।
advertisement
প্রসঙ্গত, ১৯৬৮ ব্য়াচের কেরল ক্যাডারের আইপিএস অফিসার অজিত দোভাল। তিনি দেশের গোয়েন্দা বাহিনীর প্রাক্তন ডিরেক্টরও বটে। তাঁকে দেশের সেরা গোয়েন্দাদের অন্যতম বলেই গণ্য করা হয়ে থাকে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে বিগত ১০ বছরে তিনি দেশের নিরাপত্তা সংক্রান্ত নীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। পাকিস্তান সম্পর্কেও নানা সময়ে কঠোর মনোভাব দেখিয়েছেন তিনি। দোভালের আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতির জোরেই পাকিস্তানের ভিতরে ঢুকে সার্জিকাল স্ট্রাইক চালানো হয়, ২০১৯ সালে বালাকোটে এয়ারস্ট্রাইকও চালায় বায়ুসেনা।