TRENDING:

হর্ন বাজাবে না কেউ! ভারতের প্রথম হর্ন-বিহীন শহর, রাস্তায় কোনও শব্দ হবে না!

Last Updated:

Horn: করে দেখাল ভারতের এই শহর। কেউ হর্ন বাজাবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ‘নো-হংকিং’। ব্যাপারটা সম্পর্কে অনেকেই হয়তো জানেন। তবে মেনে চলেন কতজন! আমাদের দেশে যেখানে-সেখানে হর্ন বাজানো নিয়ে আইন আছে অবশ্যই। তবে আইন ভাঙেন অনেকেই। কিন্তু জানেন কি, আমাদের দেশেই এমন একটি শহর আছে, যেখানে বাসিন্দারা হর্ন বাজানোর আগে ১০বার ভাবেন।
advertisement

মিজোরামের রাজধানী ও সেউই রাজ্যের প্রধান শহর আইজল এখন হর্নবিহীন। দেশের প্রথম এবং একমাত্র হর্ন বিহীন শহর এখন আইজল। কলকাতা বা সংলগ্ন এলাকায় থাকলে ভাবাই যায় না এমন কথা। এখানে হর্ন না বাজিয়ে গাড়ি বা বাইক চালানো অনেকের কাছেই প্রায় অসম্ভব একটা ব্যাপার।

আরও পড়ুন- ফের পূর্ণবয়স্ক চিতার মৃত্যু কুনো জাতীয় উদ্যানে, কারণ জানতে করা হবে অটোপ্সি

advertisement

সকাল থেকে রাত পর্যন্ত শহর ও মফঃস্বলের রাস্তায় হর্ন বাজে। সকালে ঘুম থেকে অনেকেই হর্নের শব্দে জেগে ওঠেন। তবে আইজলে কিন্তু তেমনটা হয় না। সেখানে বাসিন্দারা হর্ন না বাজানোর পণ করেছেন। পরিবেশবিদরা সব সময়ই হর্ন না বাজানোর জন্য আর্জি জানান। কিন্তু শোনেন কজন!

ভারতে  ‘নো-হংকিং’ আন্দোলন অনেকদিন ধরেই চলছে। তবে দেশের বেশিরভাগ শহরেই সেটা বাস্তবে চালু করা সম্ভব হয়নি।  শব্দ দূষণ কমাতে এবং শহরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে অনেকেই হর্ন না বাজানোর পক্ষে সওয়াল করেছেন। তবে সেটা বহু শহরেই সম্ভব হয়নি। এবার আইজল সেটা করে দেখাল।

advertisement

আইজল ট্রাফিক পুলিশ ও সেখানকার স্থানীয় প্রশাসন নো-হংকিং প্রচার শুরু করেছে। মিজোরামের রাজধানী আইজল ভারতের প্রথম ও একমাত্র শহর হিসেবে নো হংকিং আন্দোলনকে গুরুত্ব দিয়েছে। সেখানে বেশিরভাগ বাসিন্দা নো হংকিং পলিসি মেনে চলছেন। তবে সবাই যে মানছেন তা নয়।

আরও পড়ুন- শিউরে ওঠার মতো ঘটনা! খোদ রাজধানী দিল্লিতেই উদ্ধার মহিলার টুকরো টুকরো দেহ!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সানশড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

আইজল পুলিশ জানিয়েছে, নিয়ম ভাঙলে জরিমানা হবে। তবে মানুষের মধ্যে সচেতনতা জাগিয়ে তোলাই আসল। সেটা করতে পারলে আসল কাজ হবে।

বাংলা খবর/ খবর/দেশ/
হর্ন বাজাবে না কেউ! ভারতের প্রথম হর্ন-বিহীন শহর, রাস্তায় কোনও শব্দ হবে না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল