গত শনিবার কালিটিলা যুব সংঘ মাঠে একটি টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিল ত্রিপুরা তেলিয়ামুড়া যুব তৃণমূল কংগ্রেস। এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। ছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন, হাইকোর্টে এসে যোগ্য়তা প্রমাণ তৃণমূল নেতার, মামলাকারীকেই জরিমানা করলেন বিচারপতি
advertisement
এ নিয়ে, ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেন, "তেলিয়ামুড়া যুব তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ, তাঁরা এত সুন্দর ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। আগামিদিনেও এই ধরনের টুর্নামেন্টের মধ্যে দিয়ে যুবসমাজের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাবে জেলা তৃণমূল কংগ্রেস। আমি বিশ্বাস করি, আগামিদিনে এই ধরনের টুর্নামেন্ট আরও সাফল্য পাবে।"
আরও পড়ুন, নরেন্দ্রপুরে উদ্ধার বিবস্ত্র, বেহুঁশ তরুণী! গণধর্ষণে অভিযুক্ত হবু স্বামী, দেওর
এর পরেই ত্রিপুরার মাদক সমস্যা তুলে ধরেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তাঁর কথায়, "আজ ত্রিপুরার বড় সমস্যা হল মাদক। আমরা দেখতে পাচ্ছি, ত্রিপুরার যুব সমাজের একটা বড় অংশ নেশার কবলে পড়ছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অসমে গিয়েছিলেন এবং উনি খুব গর্ব করে বলেছেন, অসম পুলিশের সাহায্যে হাজার হাজার কিলো মাদক জ্বালিয়েছে এসেছেন। আমার প্রশ্ন, ত্রিপুরায় যে ৭৫ হাজার কেজি মাদক ধরা পড়েছে, সেটা কি জ্বালানো হয়েছে? এই মাদক আসছে কোথা থেকে? কোন পথে, কী ভাবে এই মাদকগুলো ত্রিপুরায় ঢুকছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী তা জানাতে দায়বদ্ধ।"
প্রসঙ্গত, এই তেলিয়ামুড়ায় পুরভোটে ভাল ফল করেছিল তৃণমূল কংগ্রেস। শতাংশের বিচারে ভাল ভোট পেয়েছিল তারা। যদিও রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় এখানে বাকি রাজনৈতিক দলও নজর দিয়েছে। তাই এবার যুব সমাজের ভোটকে বিশেষ টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস।