TRENDING:

Airlines: প্রতিটি সিট ‘পেইড’ হতে পারে না, বিমান সংস্থার অসাধু কার্যকলাপ! কড়া বার্তা সরকারের

Last Updated:

Airlines: এই ধরনের কৌশল অবলম্বন করে গ্রাহকদের স্বার্থের সুবিধা নেওয়া হয় এবং ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী অন্যায্য বাণিজ্য অনুশীলনের শ্রেণী বিভাগের আওতায় পড়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সমস্ত বিমান সংস্থা এবং অনলাইন ট্রাভেল এগ্রিগেটরদের বিরুদ্ধে অসাধু ব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠছে। যা উদ্বেগ বাড়াচ্ছে ক্রেতা সুরক্ষা মন্ত্রকের। অভিযোগ, অসাধু এই ব্যবসায়িক কার্যকলাপের মধ্যে অন্যতম হল, প্রতিটা সিট ‘পেইড’ বলে লেবেল করে দেওয়া। অথচ যাত্রীদের বলা হয় যে, সম্পূর্ণ বিনামূল্যে চেক-ইন কিন্তু বাধ্যতামূলক। শুধু এই বিভ্রান্তিকর দাবিতেই বিষয়টা থেমে নেই। এর পাশাপাশি গ্রাহকদের কনফার্মড টিকিট থাকা সত্ত্বেও তাঁদের বোর্ডিংয়ের বিষয়টা অস্বীকার করা হচ্ছে। এমনকী তার জন্য রিফান্ড দিতেও দেরি করছে ওই সংস্থাগুলি।
সরব সরকার
সরব সরকার
advertisement

সংবাদমাধ্যমের একটি প্রতিবেদন অনুযায়ী, এই প্রসঙ্গে আলাপ-আলোচনার সময়ে ক্রেতা সুরক্ষা সচিব রোহিত কুমার সিং ইঙ্গিত করেন যে, বিমান সংস্থাগুলি নিজেদের অনলাইন ইন্টারফেসগুলিকে এমন ভাবে গঠন করেছিল, যা গ্রাহকদের স্বায়ত্তশাসনকে ক্ষুণ্ণ করে এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়টাকে নিপুণ ভাবে ব্যবহার করে। আর এই কৌশলটাই ‘ডার্ক প্যাটার্ন’ নামে পরিচিত।

আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি, মিষ্টির প্যাকেট নিয়ে হাজির সব্যসাচী! তারপর ঘটল অবাক কাণ্ড

advertisement

সংবাদমাধ্যমের সেই প্রতিবেদনেও ওই দফতরের দেওয়া বিবৃতিকে তুলে ধরা হয়েছিল। যেখান থেকে জানা গিয়েছে যে, এই ধরনের কৌশল অবলম্বন করে গ্রাহকদের স্বার্থের সুবিধা নেওয়া হয় এবং ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী অন্যায্য বাণিজ্য অনুশীলনের শ্রেণী বিভাগের আওতায় পড়ে। যদিও যাত্রীরা মাঝেমধ্যেই এই ধরনের ঘটনার অভিযোগ এনেছেন। এমনকী কখনও কখনও তো এয়ার সেবা পরিষেবার মাধ্যমেও এই বিষয়ে নালিশ জানিয়েছেন যাত্রীরা। আর এই সব সমস্যার মোকাবিলা করতে এয়ারলাইন্সগুলিকে বাধ্য করার জন্য সরকার এই পর্যন্ত অনেক লড়াই করেছে।

advertisement

আরও পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে আমেরিকান-রাশিয়ান রেজোলিউশন ব্যর্থ, কিন্তু কেন? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ওই বৈঠকে ক্রেতা সুরক্ষা সচিব জোর দিয়ে বলেন যে, প্রচুর পরিমাণে অভিযোগ জমা পড়ার বিষয়টা এটাই প্রমাণ করে যে, গ্রাহকদের সমস্যা কার্যকর ভাবে সমাধান করা হচ্ছে না। গত বছর থেকে ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন (এনসিএইচ)-এ সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলিকে নিয়ে প্রায় ১০ হাজারের কাছাকাছি অভিযোগ জমা পড়েছে। সমস্ত সংস্থার সিইও-র সঙ্গে বৈঠকের সময়সূচি তৈরি করা হয়েছে। আর ওই বৈঠকে এই ধরনের সমস্যা সমাধানের বিষয়ে আলোচনা করা হবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Airlines: প্রতিটি সিট ‘পেইড’ হতে পারে না, বিমান সংস্থার অসাধু কার্যকলাপ! কড়া বার্তা সরকারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল