শুক্রবার ভোর ৫টা ৩১ মিনিটে দিল্লি থেকে পুণের উদ্দেশে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার AI 2469 বিমানটি। সকাল ৭টা ১৪ মিনিটে পুণে বিমানবন্দরে অবতরণ করে সেটি। বিমানে ১০০ জনেরও বেশি যাত্রী ছিলেন। পুণেতে অবতরণের পরই বিমান সংস্থার সূত্রে জানানো হয়, এই বিমানটির পরবর্তী সফর অর্থাৎ দিল্লিতে রিটার্ন ফ্লাইট বাতিল করা হচ্ছে।
advertisement
এর পাশাপাশি এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে আগেই বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রক্ষণাবেক্ষণ এবং খারাপ আবহাওার কারণে দুবাই থেকে চেন্নাইগামী AI 906, দিল্লি থেকে মেলবোর্নগামী AI 308, মেলবোর্ন থেকে দিল্লিগামী AI 309, দুবাই থেকে হায়দরাবাদগামী AI 2204 উড়ান বাতিল থাকছে। শুধু তা-ই নয়, বাতিল করা হয়েছে পুণে থেকে দিল্লিগামী AI 874, আহমেদাবাদ থেকে দিল্লিগামী AI 456, হায়দরাবাদ থেকে মুম্বইগামী AI 2872 এবং চেন্নাই থেকে মুম্বইগামী AI 571 উড়ানগুলিও।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 20, 2025 4:58 PM IST