TRENDING:

Flights Cancel: ফের বাতিল বিমান! ভারত-পাক সংঘর্ষে বিরতি, তাও কেন দেশের একাধিক শহরে উড়ান বাতিল করল IndiGo, Air India?

Last Updated:

আজও বাতিল একাধিক বিমান। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ১৩ মে দেশের একাধিক শহরে বাতিল করেছে ফ্লাইট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আজও বাতিল একাধিক বিমান। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ১৩ মে দেশের একাধিক শহরে বাতিল করেছে ফ্লাইট। উত্তর এবং পশ্চিম ভারতের নয়টি বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে উড়ানগুলি। জম্মু, অমৃতসর, চন্ডিগড়, লেহ, শ্রীনগর, যোধপুর, জামনগর, ভুজ এবং রাজকোট এই সমস্ত শহরগুলিতে বাতিল হয়েছে উড়ান।
‘যাত্রীদের নিরাপত্তায় অগ্রাধিকার’, ফের বাতিল বিমান! দেশের একাধিক উড়ান বাতিল করল IndiGo, Air India
‘যাত্রীদের নিরাপত্তায় অগ্রাধিকার’, ফের বাতিল বিমান! দেশের একাধিক উড়ান বাতিল করল IndiGo, Air India
advertisement

সূত্রের খবর, ফের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা মাথায় রেখেই বিমান সংস্থাগুলি এই সিদ্ধান্ত নিয়েছে বলেই জানা গিয়েছে। ভারত এবং পাকিস্তানের মধ‍্যে উত্তেজনামূলক পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছিল বিমান। ৭ ই মে থেকে সাময়িক বন্ধ থাকার পর গতকাল, সোমবার থেকে ফের চালু করা হয় নাগরিক উড়ান। তবে এবার ফের বাতিল করা হল বিমান।

advertisement

আরও পড়ুন: মঙ্গলের গোচরে ঘুরে যাবে ভাগ‍্যের মোড়! ক’দিন পরেই রাজা হবে ৩ রাশি, হঠাত্‍ বাড়বে ব‍্যাঙ্ক ব‍্যালেন্স, চাকরিতে প্রোমোশন পাকা

একটি বিবৃতিতে বিমানসংস্থা Indigo জানিয়েছে যে, ‘‘যাত্রীদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার’’ এবং ভ্রমণকারীদের জন্য অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। বিমান সংস্থাটি যাত্রীদের আশ্বস্ত করেছে যে তার দলগুলি ‘‘পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’’।

advertisement

প্রভাবিত নয়টি বিমানবন্দর উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের ৩২টি বিমানবন্দরের মধ্যে ছিল যা ৭ মে থেকে বাণিজ্যিক কার্যক্রমের জন্য বন্ধ ছিল। এই বিমানবন্দরগুলি সোমবার সকাল ১০:৩০ টায় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পরে পুনরায় খোলা হয়েছিল।

আরও পড়ুন: বারবার প্রস্রাবের বেগ? মুত্রের রং…এই ৫ লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যান! দানা বাঁধছে কিডনি স্টোন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

আজ নয়টি প্রভাবিত শহরে বা শহর থেকে ভ্রমণ করার জন্য নির্ধারিত যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের ফ্লাইটের স্থিতি সংশ্লিষ্ট বিমান সংস্থার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরীক্ষা করার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে। IndiGo প্রভাবিত ভ্রমণকারীদের তাদের বুকিং সম্পর্কে সহায়তা এবং সহায়তার জন্য কল বা বার্তার মাধ্যমে পৌঁছানোর জন্যও অনুরোধ করেছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Flights Cancel: ফের বাতিল বিমান! ভারত-পাক সংঘর্ষে বিরতি, তাও কেন দেশের একাধিক শহরে উড়ান বাতিল করল IndiGo, Air India?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল